Rain Forecast: বাংলায় পা রাখছে বর্ষা, আগামী চার-পাঁচদিন এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Rain Forecast: রবিবারের মধ্যে বর্ষা আসছে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই উত্তরে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী ৫ দিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিনও উত্তরের তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। কমলা সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।

Rain Forecast: বাংলায় পা রাখছে বর্ষা, আগামী চার-পাঁচদিন এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2024 | 11:51 AM

কলকাতা: রাতে তুমুল বৃষ্টির পর সকাল থেকেই মুখ ভার আকাশের। ঝিরিঝিরি বৃষ্টিও চলছে। এদিকে রাতভর বৃষ্টিতে সাময়িক গরম কমল দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে, কলকাতায় ৬.৫ ডিগ্রি কমল সর্বনিম্ন তাপমাত্রা। একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সকালের আপডেট বলছে আলিপুরে বৃষ্টির পরিমাণ ৫৩.৬ মিলিমিটার। অক্ষরেখার জেরে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্যেই। 

এদিকে রবিবারের মধ্যে বর্ষা আসছে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই উত্তরে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী ৫ দিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিনও উত্তরের তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। কমলা সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। আগামী চার থেকে পাঁচদিন দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টি তে পারে। নতুন মাসের শুরুতে আবার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে। 

শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। গতিবেগ থাকতে পারে প্রায় ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে  বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কাও।

বৃহস্পতিবারই ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়েছে বর্ষা। মৌসম ভবনের নির্ধারিত দিনের দু’দিন আগেই কেরলে পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এদিকে আবার তিন দিন আগেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পা রেখেছে বর্ষা।