Jadavpur University: যাদবপুরে নতুন আতঙ্ক, মশার দাপটে জ্বরে পড়ছেন পড়ুয়া-গবেষকরা, তিতিবিরক্ত ভিসি

Jadavpur University: খোদ ভিসি কোয়ার্টারের বাইরে দাঁড়াতেই পারছেন না। পরপর মশার কামড়ে প্রাণ ওষ্ঠাগত সকলের। অনেকেই আক্রান্ত হচ্ছে জ্বরে। হচ্ছে নানা রোগ। বাড়ছে উদ্বেগ। এ বিষয়ে যাদবপুরের নবনিযুক্ত উপাচার্য বুদ্ধদেব সাউ বলছেন, “কেন হচ্ছে এটা দেখতে হবে। যাঁদের উপর এগুলো দেখার দায়িত্ব দেওয়া আছে তাঁদের সঙ্গে কথা বলব।”

Jadavpur University: যাদবপুরে নতুন আতঙ্ক, মশার দাপটে জ্বরে পড়ছেন পড়ুয়া-গবেষকরা, তিতিবিরক্ত ভিসি
যাদবপুরে মশাতঙ্ক Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 1:44 PM

কলকাতা: শহর হোক বা শহরতলি, সর্বত্রই দাপট বাড়াচ্ছে ডেঙ্গি। এদিনই আবার দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চলে ডেঙ্গি আক্রান্ত হয়ে দমদম থানার অস্থায়ী পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এরইমধ্যে এবার মশাতঙ্কে কাহিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ১ মিনিট স্থির হয়ে দাঁড়াতে পারবেন না। হাত পা নাড়াতেই হবে। হ্যাঁ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এভাবেই জাঁকিয়ে বসেছে মশাতঙ্ক। চারদিকে আবর্জনা, জল জমে থাকায় ভন ভন করছে মশা। পড়াশোনা তো লাটে উঠেইছে। মশা থেকে বাঁচার ফন্দি আঁটতে আঁটতেই ঘুম উড়ছে পড়ুয়াদের। চাপে হস্টেলের আবাসিক থেকে স্টাফ কোয়ার্টারে থাকা লোকজনও।

খোদ ভিসি কোয়ার্টারের বাইরে দাঁড়াতেই পারছেন না। পরপর মশার কামড়ে প্রাণ ওষ্ঠাগত সকলের। অনেকেই আক্রান্ত হচ্ছে জ্বরে। হচ্ছে নানা রোগ। বাড়ছে উদ্বেগ। এ বিষয়ে যাদবপুরের নবনিযুক্ত উপাচার্য বুদ্ধদেব সাউ বলছেন, “কেন হচ্ছে এটা দেখতে হবে। যাঁদের উপর এগুলো দেখার দায়িত্ব দেওয়া আছে তাঁদের সঙ্গে কথা বলব।” তবে ঘুরপথে মশার দায়ও রাজ্যের ওপরই চাপালেন উপাচার্য। দেখভালের দায়িত্বে যে সমস্ত সরকারি দফতর রয়েছে তাঁদের কর্মীদের এ বিষয়ে বিশেষ কোনও কাজ করতেই দেখেন না তিনি। ক্যামেরার সামনে সাফ বললেন এ কথা। 

 বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষেদের নেতা তথা সঞ্জীব প্রামানিক বলেন, “গোটা ক্যাম্পাসেই প্রচুর মশা। এত মশার ঝাঁক ঘুরছে যে তুলে নিয়ে যাওয়ার উপক্রম। হস্টেলে কয়েকজনের ডেঙ্গি হয়েছে। বহু জায়গাতেই জঙ্গল, জল জমে রয়েছে। এসব দেখেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হেলদোল নেই।”

বাংলা বিভাগের প্রথমবর্ষের পড়ুয়ার মৃত্যুর পর থেকেই বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রাক্তন ও বর্তমানে মিলিয়ে এই কেসে যাদবপুরের ১৩ জন পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে একজন জামিন পেয়েছেন। এদিকে ব়্যাগিংয়ের অভিযোগ উঠতেই প্রশ্নের মুখে যাদবপুরের নিরাপত্তা ব্যবস্থা। তবে দ্রুত ক্যাম্পাসে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়েছে। বরাত গিয়েছে ওয়েবেলের কাছে। ক্যাম্পাস ঘুরে গিয়েছে ইসরোর প্রতিনিধি দল। এরইমধ্যে এবার ফের মশা বিতর্কে যাদবপুর।