Local Train Cancellation: ফের বাতিল একাধিক লোকাল, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে যাত্রী দুর্ভোগের আশঙ্কা

Local Train Cancellation: প্রসঙ্গত, শক্তিগড়ে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য কিছুদিন আগেই বেশ কয়েকদিন হাওড়া-বর্ধমান কর্ড ও মেন শাখায় একাধিক ট্রেন বাতিল ছিল।

Local Train Cancellation: ফের বাতিল একাধিক লোকাল, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে যাত্রী দুর্ভোগের আশঙ্কা
লোকাল ট্রেন
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2022 | 8:58 PM

কলকাতা: বাকি রয়েছে নন-ইন্টারলকিংয়ের কাজ। সে কারণেই হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ফের বাতিল হতে চলেছে বহু লোকাল ট্রেন (Howrah Local Train Cancellation)। বাতিল হবে শিয়ালদা শাখারও কিছু লোকাল ট্রেন। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। তাতেই জানানো হয়েছে আগামী ৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হাওড়া বর্ধমান লাইনে বাতিল থাকবে 36827, 36829, 36081, 36083, 36085, 36087, 36011, 36071 আপ লোকাল। একইসময়ে বাতিল থাকবে 36082, 36084, 36086, 36088 ডাউন মশাগ্রাম-হাওড়া লোকাল।

শুধু ৩ ডিসেম্বর বাতিল থাকবে 36031, 36033, 36035, 36037 আপ হাওড়া-বর্ঝমান লোকাল। ওইদিন বাতিল থাকবে 36032, 36034, 36036, 36038 ডাউন চন্দনপুর-হাওড়া লোকাল। তিন থেকে ১৪ তারিখ পর্যন্ত বাতিল থাকবে ডাউন 36840, 36844 বর্ধমান-হাওড়া লোকাল। একইসময়ে বাতিল থাকবে ডাউন 36072 গুরাপ-হাওড়া লোকাল। বাতিল থাকবে ডাউন 36012, 32412, 32414 বারুইপাড়া-হাওড়া লোকাল। ৩ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত শিয়ালদা থেকেও বাতিল থাকছে একজোড়া ট্রেন। বাতিল 32411, 32413 আপ লোকাল। 

প্রসঙ্গত, শক্তিগড়ে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য কিছুদিন আগেই বেশ কয়েকদিন হাওড়া-বর্ধমান কর্ড ও মেন শাখায় একাধিক ট্রেন বাতিল (Howrah Local Train Cancellation) ছিল। পরবর্তী সময়ে বারুইপাড়া-চন্দনপুর (Baruipur-Chandanpur) ফোর্থ লাইনে কাজের জন্য দীর্ঘ সময় পর্যন্ত ওঅ শাখায় একাধিক লোকাল বাতিল হয়। যার জেরে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। ট্রেন কম থাকায় কার্যত ঠেলাঠেলি করে যাতায়াত করতে হয় অফিসযাত্রীদের। যার জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় নিত্যযাত্রীদের। এবার ফের প্রায় ১০ দিন বাতিল হয়ে যাচ্ছে একাধিক লোকাল। যার জেরে যাত্রী দুর্ভোগের চেনা ছবি ফিরবে বলে মনে করা হচ্ছে।