বেসরকারি সংস্থাগুলিকে ফের ওয়ার্ক ফর্ম হোমের পরামর্শ, করোনার বিরুদ্ধে ১০ দাওয়াই নবান্নর

শনিবারই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৮ হাজারের কাছাকাছি চলে গিয়েছে। মৃত্যু হয়েছে ৩৪ জনের। এই অবস্থায় ভোট চলাকালীন নাইট কার্ফু বা অন্যান্য কড়াকড়ি কার্যকর করা যাচ্ছে না।

বেসরকারি সংস্থাগুলিকে ফের ওয়ার্ক ফর্ম হোমের পরামর্শ, করোনার বিরুদ্ধে ১০ দাওয়াই নবান্নর
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 17, 2021 | 10:00 PM

কলকাতা: রাজ্যে ক্রমাগত বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা ভেবে এ বার নতুন করে ১০ দফা পরামর্শ দিল নবান্ন। শনিবার নবান্নর তরফে একটি অ্যাডভাইসারি জারি করা হয়েছে যেখানে ফের এক গুচ্ছ নির্দেশ পালন করতে বলা হয়েছে। সেখানে যেমন দূরত্ববিধি মেনে চলার কথা বলা হয়েছে, পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকে পুনরায় দফতরে হাজিরা কমানোর পাশাপাশি ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি চালু করার উপর জোর দেওয়া হয়েছে।

একনজরে দেখে নিন কী রয়েছে নবান্নর ১০ দফা পরামর্শে…

১. জনসমক্ষে, বাসে-ট্রেনে মাস্কের ব্যবহার, পারস্পরিক দূরত্ববিধি, কোভিড সচেতনতা বিধি মেনে চলা কার্যকরী করতে হবে।

২. সরকারি-বেসরকারি কর্মক্ষেত্র, শিল্পাঞ্চল, বাণিজ্যিক বহুতলে সপ্তাহে অন্তত একবার সম্পূর্ণ জীবাণুনাশকর‌ণের পরামর্শ।

৩. প্রতিটি বাজারের স্যানিটাইজেশন।

৪. বাজার, সরকারি-বেসরকারি পরিবহণের মত ভিড়বহুল এলাকায় মাস্ক, স্যানিটাইজেশন।

৫. দোকান-বাজার-ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভিড়ভাট্টা নয়।

৬. সরকারি দফতরে ৫০ শতাংশের বেশি হাজিরা কোন‌ও ভাবেই নয়।

৭. বেসরকারি সংস্থাগুলিকে গত বছরের মতো ওয়ার্ক ফর্ম হোম, শিফট চালুর পরামর্শ।

৮. সব ধরনের কর্মক্ষেত্রে মাস্ক-সামাজিক দূরত্ববিধি বাধ্যতামূলক।

৯. প্রতিটি শপিং মল, মাল্টিপ্লেক্স, থিয়েটার, রেস্তোরাঁর প্রবেশ পথে থার্মাল স্ক্রিনিং, হ্যান্ড স্যানিটাইজার।

১০. নির্দেশিকা মেনে স্টেডিয়াম, সুইমিং পুলে প্রবেশ।

আরও পড়ুন: করোনার করাল গ্রাসে বাংলা, দৈনিক আক্রান্ত ৮ হাজারের কাছাকাছি, মৃত্যু ৩৪ জনের

প্রসঙ্গত, শনিবারই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৮ হাজারের কাছাকাছি চলে গিয়েছে। মৃত্যু হয়েছে ৩৪ জনের। এই অবস্থায় ভোট চলাকালীন নাইট কার্ফু বা অন্যান্য কড়াকড়ি কার্যকর করা যাচ্ছে না। একবার ভোট মিটলেই সেই ধরনের পদক্ষেপও করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত করোনার সঙ্গে যুযতে এই ১০ দাওয়াই দিয়ে রাখল নবান্ন।

আরও পড়ুন: করোনা পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসছেন নমো