Nawsad Siddique: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাধার মুখে পড়তে পারেন, আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি নওশাদের

Nawsad Siddiqui: রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নওশাদ সিদ্দিকীর এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Nawsad Siddique: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাধার মুখে পড়তে পারেন, আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি নওশাদের
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2022 | 11:03 AM

কলকাতা : স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনে বাধা পেতে পারেন। এমন আশঙ্কা প্রকাশ করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এর আগে চলতি বছরেই ভারতের প্রজাতন্ত্র দিবস পালনের সময় যেভাবে বাধার মুখে পড়তে হয়েছিল, প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে সেই কথাও উল্লেখ করেছেন ভাঙড়ের বিধায়ক। সেই অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়েই এবার নওশাদ সিদ্দিকী চিঠি পাঠালেন প্রধানমন্ত্রীর কাছে। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের কথাও চিঠিতে উল্লেখ করছেন তিনি। রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নওশাদ সিদ্দিকীর এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

শুধু তাই নয়, গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলনের সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এবং বারুইপুরে বাধার মুখে পড়েছিলেন তিনি। সেই কথাও চিঠিতে জানিয়েছেন তিনি। উল্লেখ করেছেন, কীভাবে তাঁর দলীয় কর্মী ও সমর্থকদের জোর করে পতাকা উত্তোলনে বাধা দেওয়া হয়েছে। জাতীয় পতাকা পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও সদর্থক কাজ হয়নি বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর উপরের আস্থা দেখালেন রাজ্যের একমাত্র বিরোধী সংখ্যালঘু বিধায়ক।

প্রসঙ্গত, ২০২১ সালের ২ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিরোধীদের উপর রাজ্যের শাসক দল তৃণমূলের থেকে যে আক্রমণের অভিযোগ বার বার উঠেছে, সেই কথা আবারও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি। লিখেছেন, বারুইপুর পুলিশ সহ বিভিন্ন থানায় বহু অভিযোগ করার পরেও কোনও সমাধান হয়নি। এই বছরও যাতে এমন একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কতটা খারাপ, ঘুরপথে সেই কথাটাই কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিলেন নওশাদ। এমনই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।

আরও পড়ুন : 19,867.8 MHz স্পেকট্রাম অধিগ্রহণ করে ভারতীয়দের জন্য 5G বিপ্লব ঘটাতে চলেছে এয়ারটেল