ডাল-সোয়াবিন-চিনিও মিলবে মিড ডে মিলে, বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দফতরের
এদিন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, প্রতি মাসে ২৫০ গ্রাম ডাল, ২০০ গ্রাম সোয়াবিন ও ৫০০ গ্রাম চিনিও দেওয়া হবে। তবে এই সুবিধা শুধু মাত্র মার্চ ও এপ্রিল মাসেই পাওয়া যাবে।
কলকাতা: ভোটের কয়েক মাস বাকি থাকতেই এবার মিড ডে মিলের (Mid Day Meal) জন্য বরাদ্দ খাবার বাড়ানো হল। মঙ্গলবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘোষণা করা হয়। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে প্রতি মাসে মিড ডে মিলে ডাল, সোয়াবিন ও চিনিও দেওয়া হবে। আগামী মার্চ ও এপ্রিল মাসে এই অতিরিক্ত খাবারগুলি দেওয়া হবে।
কোভিড পরিস্থিতির মধ্যেও পুষ্টির যাতে অভাব না হয় তা নিশ্চিত করতে মিড ডে মিলের খাবার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার। লকডাউনের সময় থেকে প্রত্যেক মাসে মিড ডে মিল প্রাপক শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছিল ২ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি আলু ও ১০ টাকার একটি সাবান দেওয়া হচ্ছিল। তবে এদিন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, প্রতি মাসে ২৫০ গ্রাম ডাল, ২০০ গ্রাম সোয়াবিন ও ৫০০ গ্রাম চিনিও দেওয়া হবে। তবে এই সুবিধা শুধু মাত্র মার্চ ও এপ্রিল মাসেই পাওয়া যাবে।
আরও পড়ুন: বাংলার ৩ বিস্ময় বালক! নাসাকে দিশা দেখাল শিলিগুড়ির এই কিশোরেরা
এর জন্য পড়ুয়া প্রতি ৮৬ টাকা অতিরিক্ত খরচ হবে রাজ্য সরকারের। মঙ্গলবারের এই বিজ্ঞপ্তি দেখে অবশ্য বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, এই সুবিধাও ভোটের কথা মাথায় রেখেই দেওয়া হচ্ছে কিনা। এই প্রশ্নের কারণ হল, অতিরিক্ত খাদ্য দেওয়ার এই সময়ের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’-এ আপত্তি নেই, কিন্তু দেশপ্রেমের প্রমাণ কেন দিতে হবে? প্রশ্ন ফিরহাদের