Sheikh Shahjahan: অন্তরালে থেকেই ফেসবুক পোস্ট শাহজাহানের, গুঞ্জন শুরু হতেই করলেন ডিলিট
Sheikh Shahjahan: শাহজাহান কোথায়? এই লাখ টাকার প্রশ্নই এখন ঘোরাফেরা করছে নানা মহলে। কেউ বলছেন, বাইরে পালিয়েছেন। আবার কেউ বলছেন, এলাকাতেই গা ঢাকা দিয়ে রয়েছেন। এলাকারই কিছু লোক তাঁকে লুকিয়ে থাকতে সাহায্য করছে।
কলকাতা: বিতর্কে পড়ে ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট ২৬ জানুয়ারির পোস্ট। সাধারণতন্ত্র দিবস উদযাপনের আবহে শুক্রবার শেখ শাহজাহানের ফেসবুক পেজে স্টেটাস আপডেট হয়েছিল। বদলে গিয়েছিল কভার ফটো। ছিল রিপাবলিক ডে’র পোস্ট। কভার ফটো-সহ সেই পোস্ট উধাও। আর দেখা মিলছে না সেই পোস্টের। প্রসঙ্গত, সন্দেশখালিতে ইডির উপর আক্রমণের পর ২২ দিন কাটলেও এখনও অধরা শেখ শাহজাহান। তাঁকে নিয়ে রাজনীতির আঙিনায় জোরদার বিতর্ক হলেও এখনও তাঁর টিকি পর্যন্ত ছুঁতে পারেনি পুলিশ। এরইমধ্যে ফেসবুক পোস্ট সামনে আসতেই তা নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছিল।
কিন্তু, ফেসবুকে স্টেটাস বদলাচ্ছেন শাহজাহান। আর রাজ্য পুলিশ তার স্টেটাস জানতে পারছে না কেন? আগেই এই প্রশ্ন তুলেছিল বিরোধীরা। ফেসবুক পোস্টের সূত্র ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা শাহজাহানের হদিস পেতে চাইছেন, এই খবরও ছড়িয়ে পড়ে। এরপরই ডিলিট ফেসবুক পোস্ট। তা নিয়েই শুরু হয়েছে নতুন চাপানউতোর।
শাহজাহান কোথায়? এই লাখ টাকার প্রশ্নই এখন ঘোরাফেরা করছে নানা মহলে। কেউ বলছেন, বাইরে পালিয়েছেন। আবার কেউ বলছেন, এলাকাতেই গা ঢাকা দিয়ে রয়েছেন। এলাকারই কিছু লোক তাঁকে লুকিয়ে থাকতে সাহায্য করছে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। যদিও সিবিআইয়ের সঙ্গে যৌথ সিট গড়ে আদালতের নির্দেশে চলছে তদন্ত। অন্যদিকে এদিনই আবার শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় মেয়র ফিরহাহ হাকিমকে। সাফ বলেছেন, আমি গণমাধ্যমে দেখেছি, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের। যেটা করেছে নিশ্চিত করে বলছি অন্যায় করেছে। তাঁর এ মন্তব্য নিয়েও চলছে বিস্তর চাপানউতোর।