WB new districts list: রাজ্যে এবার ৩০ টি জেলা! একনজরে দেখে নিন পুরো তালিকা
WB new districts list: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলা ভেঙে নতুন জেলা তৈরির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আপনার জেলাও কি ভাঙছে?
১৯৪৭ সালে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠা হওয়ার সময় পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা ছিল ১৪টি। পরে বাড়তে বাড়তে আপাতত সেই জেলার সংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কয়েকটি নতুন জেলা তৈরির কথা ঘোষণা করেছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন ৭টি জেলা তৈরি করা হবে। অর্থাৎ মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এবার কেন্দ্রের অনুমোদন লাগবে, তারপর গেজেট তৈরি হবে, তারপর নতুন জেলা তৈরির প্রক্রিয়া শুরু হবে।
নতুন জেলাগুলি তৈরি হলে, কেমন হবে সেই তালিকা?
১. দার্জিলিং
২. আলিপুরদুয়ার
৩. কোচবিহার
৪. জলপাইগুড়ি
৫. কালিম্পং
৬. উত্তর দিনাজপুর
৭. দক্ষিণ দিনাজপুর
৮. মালদহ
৯. মুর্শিদাবাদ
১০. কান্দি (নতুন জেলা)
১১. বহরমপুর (নতুন জেলা)
১২. পূর্ব বর্ধমান
১৩. পশ্চিম বর্ধমান
১৪. পুরুলিয়া
১৫. বাঁকুড়া
১৬. বিষ্ণুপুর (নতুন জেলা)
১৭. বীরভূম
১৮. নদিয়া
১৯. রাণাঘাট (নতুন জেলা)
২০. পূর্ব মেদিনীপুর
২১. পশ্চিম মেদিনীপুর
২২. ঝাড়গ্রাম
২৩. হুগলি
২৪. হাওড়া
২৫. দক্ষিণ ২৪ পরগনা
২৬. সুন্দরবন (নতুন জেলা)
২৭. উত্তর ২৪ পরগনা
২৮. ইছামতী (নতুন জেলা)
২৯. বসিরহাট অঞ্চল (নতুন জেলা- নামকরণ হয়নি )
৩০. কলকাতা
তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যে শুধু একাধিক জেলা তৈরি হয়েছে তাই নয়, নতুন পুলিশ জেলা ও পুলিশ কমিশনারেটও তৈরি করা হয়েছে। মূলত প্রশাসনিক কাজে সুবিধার জন্যই জেলা ভাগ করার কথা আগেও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক প্রশাসনিক বৈঠকে গিয়ে তিনি উল্লেখ করেছেন, জেলা বড় হওয়ার জন্য অনেক সময় সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাই জেলা ভাগ করার পথে হাঁটে রাজ্য সরকার।