Sukanta Majumdar: ‘নতুন যাত্রাপালা ভাই কেন পর, অভিনয়ে রচনা-সায়নী-শতাব্দী, সঙ্গে দেব’, বাবুন বিতর্কে খোঁচা সুকান্তর
Sukanta Majumdar: লোকসভা ভোটের টিকিট না পেয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেনদের। প্রকাশ্যেই বলেছেন নিজেদের রাগ-অভিমানের কথা, ক্ষোভের কথা। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতর।
কলকাতা: ‘দিদি-ভাইয়ের’ ঝামেলা নিয়ে এবার তীব্র কটাক্ষ বিজেপির। চাঁচাছোলা ভাষায় তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মমতা-বাবুন চাপানউতোরের মধ্যেই সুকান্তর খোঁচা, “আমরা বিগত ১২ বছর ধরে এরকম প্রচুর নাটক, যাত্রাপালা দেখে এসেছি। এখন মা-মাটি-মানুষ প্রযোজিত মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নতুন এক যাত্রাপালা এসেছে। তার নাম হচ্ছে ভাই কেন পর। চলবে কিছুদিন। তাতে সায়নী ঘোষ, দিদি নম্বর ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী সবাই অভিনয় করবে। সঙ্গে দেবও আছে।”
প্রসঙ্গত, এদিন সকালেই ভাইয়ের কর্মকাণ্ড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন মমতা। “বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। আমাদের পরিবারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না। আমার ভাই হিসেবে আর পরিচয় দেবেন না।” স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনকে নিয়ে এদিন সকালেই সাংবাদিক বৈঠকে এ ভাষাতেই ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোজা কথায় ‘ত্যাজ্য’ করে দিয়েছেন আপন ভাইকে। যদিও আগেই টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বাবুন। প্রশ্ন তুলে দিয়েছিলেন হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের টিকিট পাওয়া নিয়েও। হাওড়া থেকেই নির্দল প্রার্থী হিসাবে লড়ার ইচ্ছাপ্রকাশও করেছিলেন। বিজেপি যোগদান নিয়ে জল্পনা ছড়ায়। যা নিয়ে রাজনৈতিক মহলেও বিস্তর চাপানউতোর চলে। যদিও দিদির তোপের মুখে পড়ে বাবুনের সাফ কথা, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।”
অন্যদিকে লোকসভা ভোটের টিকিট না পেয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেনদের। প্রকাশ্যেই বলেছেন নিজেদের রাগ-অভিমানের কথা, ক্ষোভের কথা। তবে শেষ পর্যন্ত যে দলের উপর আস্থা আছে সে কথা জানিয়েছেন। তবে শান্তুনুকেও আক্রমণ করতে ছাড়েননি সুকান্ত। বলেন, “ওনার বিরুদ্ধে এমনিই লোকের অনেক ক্ষোভ। তাই হয়তো পার্টি ওনাকে টিকিট দেয়নি। এখন ক্ষোভ নিয়ে ক্ষোভ নিয়ে কী হবে কাজের কাজটা করতে হবে তো!” এরপরই খোঁচা দিয়ে বলেন, “আমি দেখলাম কিছু কিছু লোক ফেসবুকে লিখেছেন যাঁরা যাঁরা টিকিট পাননি তাঁদের টিকিট দেবে আইআরসিটিসি।”