AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Town Zoo: আলিপুরে নয়, এবার জিরাফ-জেব্রা দেখতে যান নিউটাউনে, আসছে বাঘও

New Town Zoo: ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারত থেকে এই চিড়িয়াখানার জন্য একটি জলহস্তিকে আনা হয়েছে। যা আলিপুর চিড়িয়াখানায় রাখা হয়েছে এখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য।

New Town Zoo: আলিপুরে নয়, এবার জিরাফ-জেব্রা দেখতে যান নিউটাউনে, আসছে বাঘও
আলিপুর চিড়িয়াখানা
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 5:01 PM
Share

কলকাতা: আলিপুর চিড়িয়াখানা তো প্রায় প্রত্যেকেরই দেখা। সেই চিড়িয়াখানা দেখতে দেখতে যারা বিরক্ত, তারা এবার যেতে পারবেন শহরের উপকন্ঠে নতুন চিড়িয়াখানায়। নতুন জীবজন্তু দেখারও সুযোগ মিলবে সেখানে। নিউ টাউনে হরিণালয়ে এতদিন শুধুই হরিণ দেখা যেত। সেটাই বৃহস্পতিবার বদলে গেল আস্ত চিড়িয়াখানায়। কী নেই সেখানে! জিরাফ, জেব্রা, ম্যাকাও, কালো রাজহাঁস সহ নানা রঙিন পাখি। খুব শীঘ্রই বাঘও আসবে ওই চিড়িাখানায়। বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালি সেই চিড়িয়াখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বন দফতরের আধিকারিকরা।

মাস খানেক আগেই জিরাফ নিয়ে যাওয়া হয়েছে ওই চিড়িয়াখানায়। জিরাফের খবর পেয়ে অনেক পর্যটক ভিড়ও করেছিলেন হরিণালয়ে। কিন্তু তাঁদের হতাশ হতে হয়। নিরাপত্তা ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জিরাফ দম্পতিকে আড়ালে রাখা হয়েছিল। ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারত থেকে এই চিড়িয়াখানার জন্য একটি জলহস্তিকে আনা হয়েছে। যা আলিপুর চিড়িয়াখানায় রাখা হয়েছে এখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য।

কলকাতার আলিপুর চিড়িয়াখানার কিছুটা বিকল্প স্বাদ যাতে নিউটাউনে পাওয়া যায় সেজন্য সবরকমের চেষ্টা করছে রাজ্যের বন দফতর ও হিডকো কর্তৃপক্ষ। ২০১৬ সালে নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে একটি হরিণালয় তৈরি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে খরচ হয়েছিল ১৯ কোটি ৫০ লক্ষ টাকা। সেটাই এবার আরও সেজে উঠছে নতুন সদস্যদের নিয়ে। পর্যটক আনতে নিউ টাউনে আরও এক আকর্ষণ কেন্দ্র হিসেবে এই চিড়িয়াখান জায়গা করে নেবে বলেই মনে করা হচ্ছে। এদিন বাংলা জুড়ে ফরেস্ট গার্ডদের ৩৫২ টি বাইক প্রদান করা হয়, যে প্রকল্পে খরচ হয় ৪ কোটি ৫৮ লক্ষ টাকা।