Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পামেলা কাণ্ডে নয়া মোড়: কীভাবে পালালেন অমৃত, নিউ আলিপুর পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন!

মাদক মামলায় নয়া মোড়, কীভাবে পামেলার গাড়ি থেকে স্কুটারে চড়়ে পালাল অমৃত সিং, প্রশ্নের মুখে আলিপুর থানার পুলিশ

পামেলা কাণ্ডে নয়া মোড়: কীভাবে পালালেন অমৃত, নিউ আলিপুর পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন!
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 02, 2021 | 8:20 PM

কলকাতা: নিউ আলিপুর মাদক কাণ্ডে (New Alipur Drug Case) ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami) তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন রাকেশ সিং (Rakesh Singh)- এর বিরুদ্ধে। সেই সঙ্গে নিউ আলিপুর থানার ওসির নাম করেও অভিযোগ করেছেন তিনি। এই প্রেক্ষিতে ড্রাগ কাণ্ডে বিজেপি নেতা অমৃত সিং কীভাবে পুলিশের চোখ এড়িয়ে পালাল তাই নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এবার নজরে নিউ আলিপুর থানার পুলিশের ভূমিকা। গোটা ঘটনার তদন্ত করছেন লালবাজারের গোয়েন্দারা। জানা গিয়েছে, ঘটনার দিন উপস্থিত পুলিশ কর্মীদেরও ডাক পড়তে পারে লালবাজারে।

পুলিশ সূত্রেই খবর, নিউ আলিপুরে বিজেপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেফতার হওয়ার সময় তাঁর গাড়িতে ছিলেন অমৃত। পুলিশ যখন পামেলাকে ধরার চেষ্টা করছে, তখন গাড়ি থেকে নেমে জনৈক সূরযের স্কুটারে পালিয়ে যান তিনি। আগে থেকেই সূরয ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অমৃতের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করছে লালবাজার। সূরযের স্কুটারেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অমৃত সিংহ নামে এক বিজেপি নেতা। পুলিশ সূত্রে খবর, মাদক মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাকেশ ঘনিষ্ঠ অমৃতের। প্রশ্ন উঠছে, তা হলে কি রাকেশের ‘নির্দেশ’-এই পামেলার গাড়িতে মাদক রেখেছিলেন অমৃত? তার চেয়েও বড় প্রশ্ন, যেখানে আগে থেকে খবর পেয়ে পামেলার গাড়ি ঘিরে ধরেছিল পুলিশ সেখানে কীভাবে পালাল অমৃত সিং? কেন ঠিক সময়ে পৌঁছে অমৃত সিংহকে ধরতে পারল না নিউ আলিপুর পুলিশ? কীভাবে এত দ্রুত ফোর্স নিয়ে সেখানে পুলিশ পৌঁছোল, এসবই খতিয়ে দেখছে লালবাজার। এক্ষেত্রে পামেলার আনা ষড়যন্ত্রের অভিযোগও খতিয়ে দেখবেন গোয়েন্দারা।

অন্যদিকে এখনও অধরা অমৃত সিং। অমৃতের খোঁজে ইতিমধ্যে ৩ রাজ্যে চলছে জোর তল্লাশি। কলকাতা এবং সংলগ্ন জেলার বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। দু’ডজনের তালিকা তৈরি করে জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গত বছর নভেম্বরে কলকাতায় আসেন তিনি। গত পাঁচ মাসে শহরের বিভিন্ন এলাকায় আস্তানা বদলেছেন। ইতিমধ্যে রাকেশ ও তার প্রতিবেশীদের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে ফুটেজ খুলে তা ফরেন্সিকে পাঠান হবে জানাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: কয়লাকাণ্ডে এবার যোগী রাজ্যে সিবিআই, সেখানেও লালা-যোগ

মাদক মামলায় মূল ষড়যন্ত্রকারী কে, এ বিষয়ে লালবাজারের তরফে এখনও কিছু জানানো হয়নি। যদিও তদন্তের গতিপ্রকৃতি যে দিকে এগোচ্ছে, তাতে গোয়েন্দারা মনে করছেন, এই ঘটনায় রাকেশের প্রত্যক্ষ যোগ থাকতে পারে। এদিকে পামেলা দাবি করেছেন, আসন্ন বিধানসভা ভোটে তাঁকে টিকিট দেওয়া হবে এবং এ নিয়ে আলোচনার জন্য তাঁকে ওই দিন ডেকে পাঠান বিজেপি নেতা অমৃত সিং। গ্রেফতারির আগের দিনও তাঁরা মিন্টো পার্ক এলাকায় দেখা করেন বলে জানিয়েছেন পামেলা। পাশাপাশি তাঁর আরও দাবি, গ্রেফতারির দিন তাঁকে অমৃত টোপ দিয়ে ডেকে পাঠিয়েছিলেন। কী সেই টোপ? পামেলার দাবি, তিন থেকে চার কোটি টাকা দিলে তাঁকে বিধানসভা ভোটের টিকিট দেওয়া হবে বলে জানান অমৃত। সে নিয়ে কথা বলতে গিয়েই এই গ্রেফতারি। এই প্রেক্ষিতে লালবাজারের গোয়েন্দাদের প্রশ্ন, পামেলাকে গ্রেফতারির ঠিক আগেই কীভাবে সেখান থেকে সরে পড়ল অমৃত? এই ক্ষেত্রে নিউ আলিপুর থানার পুলিশের ভূমিকা কী ছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ।

'বাবা কি কার‌ও একার হয়', শ্রীরাম নিয়ে কল্যাণের বড় কথা
'বাবা কি কার‌ও একার হয়', শ্রীরাম নিয়ে কল্যাণের বড় কথা
'দরকার পড়লে আসল অস্ত্র তুলব', রণংদেহী মেজাজে অগ্নিমিত্রা পাল
'দরকার পড়লে আসল অস্ত্র তুলব', রণংদেহী মেজাজে অগ্নিমিত্রা পাল
ওয়াকফ সম্পত্তি কী, বোঝালেন রুদ্রনীল
ওয়াকফ সম্পত্তি কী, বোঝালেন রুদ্রনীল
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!