Newtown: ভয়ঙ্কর মাছি ভন্ ভন্ করছে, সেটা দেখেই সন্দেহ! রামমন্দিরের সামনে দৃশ্য দেখে শিউরে উঠলেন সকলে

Newtown: বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণ করতে গিয়ে দেখে রাম মন্দিরের সামনে খাল পাড়ে একজন পড়ে রয়েছে। ডাকাডাকি করলে সাড়া পাওয়া যায় না। এরপর ইকোপার্ক থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

Newtown: ভয়ঙ্কর মাছি ভন্ ভন্ করছে, সেটা দেখেই সন্দেহ! রামমন্দিরের সামনে দৃশ্য দেখে শিউরে উঠলেন সকলে
রাম মন্দিরের সামনে ভয়ঙ্কর ঘটনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2024 | 11:32 AM

কলকাতা: সকালে যাঁরা হাঁটতে বের হন, তাঁদেরই নজরে প্রথম বিষয়টা আসে। রামমন্দিরের সামনে এক ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। প্রথমে তাঁরা ভেবেছিলেন, মদ্যপ অবস্থায় উল্টে পড়ে রয়েছেন বোধহয়। কিন্তু ভাল করে দেখার পর তাঁরা বুঝতে পারে, শরীরে কোনও সার নেই। মাছি ভন্ ভন্ করে ঘুরছে। পরে থানায় খবর দেওয়া হলে ইকোপার্ক থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দেহের নাকে মুখে ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্যত্র খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউটাউন রাম মন্দির কাছে একটি খালের পাড়ে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণ করতে গিয়ে দেখে রাম মন্দিরের সামনে খাল পাড়ে একজন পড়ে রয়েছে। ডাকাডাকি করলে সাড়া পাওয়া যায় না। এরপর ইকোপার্ক থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

কী কারণে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকায় এমনিতে  নির্জন। তাই পুলিশের ধারণা, অন্য জায়গায় খুন করে রাতের অন্ধকারে দেহ এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। আশপাশের থানায় পুলিশের তরফে খবর দেওয়া হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।