Weather Update: আগামী শুক্রবারই কী মরসুমের শীতলতম দিন? বড় পূর্বাভাস হাওয়া অফিসের
Weather Update: আগামী তিনদিনে কম করে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন দেখতে পাওয়া যেতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আপাতত আগামী কয়েকদিন বাংলায় নতুন করে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
কলকাতা: আগামী শুক্রবারই কী মরসুমের শীতলতম দিন পেতে চলেছে বাংলা? ভাল খবর শোনাচ্ছেন আবহওয়াবিদরা। পৌষ শেষে শীত ফিরছে বাংলায়। সপ্তাহের শেষে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কলকাতার তাপমাত্রা। ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। ঝঞ্ঝা সরলেই ঠান্ডা হাওয়ার দাপট বাড়বে। তবে এখনই শৈত্যপ্রবাহের কোনও পূর্বাভাস নেই। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামী তিনদিনে কম করে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন দেখতে পাওয়া যেতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আপাতত আগামী কয়েকদিন বাংলায় নতুন করে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হাওয়া অফিস এও বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই দেখা যাবে ঘন কুয়াশার দাপট।
পশ্চিমের জেলাগুলিতে সবথেকে বেশি কুয়াশার দেখা মিলতে পারে বলে খবর। দৃশ্যমানতা নামতে পারে ১০০ মিটারের আশেপাশে। ঘন কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেও। তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে ডিসেম্বরের শুরুতে কড়া ঠান্ডা দেখা গেলেও বছরের শেষদিকে ছবিটা বদলে যায়। বড়দিনের পর ভালই গরম ছিল বর্ষবরণেও। কিন্তু, এবার জানুয়ারির মাঝামাঝি পৌঁছে সেই ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। তাতেই খুশির জোয়ার শীতপ্রেমীদের মনে।