বাস ভাড়া বাড়লে আপত্তি নেই যাত্রীদের, কয়েক হাজার স্বাক্ষর-সহ চিঠি জমা পড়ল পরিবহন দফতরে

West Bengal Bus Fare: নিত্যযাত্রীদের স্বাক্ষর সম্বলিত চিঠি জমা দিয়ে বৃহস্পতিবার বাস মালিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ভাড়া বাড়লে সাধারণ মানুষের কোনও আপত্তি নেই।

বাস ভাড়া বাড়লে আপত্তি নেই যাত্রীদের, কয়েক হাজার স্বাক্ষর-সহ চিঠি জমা পড়ল পরিবহন দফতরে
'ইচ্ছে' ছবির দৃশ্য
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 6:07 PM

কলকাতা: পেট্রোপণ্যের দাম আকাশছোঁয়া। কিন্তু বাস ভাড়া বাড়ানোয় সায় নেই রাজ্য সরকারের। সাধারণ মানুষের পকেটের কথা ভেবেই একরোখা অবস্থান নিয়েছিল রাজ্য। যার পালটা নিত্যযাত্রীদের মতামত ঠিক কী তা জানতে গণস্বাক্ষর অভিযান চালায় বাস মালিক সংগঠনগুলি। কয়েক হাজার সাধারাণ মানুষ এবং নিত্যযাত্রীদের স্বাক্ষর সম্বলিত চিঠি জমা দিয়ে বৃহস্পতিবার বাস মালিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ভাড়া বাড়লে সাধারণ মানুষের কোনও আপত্তি নেই।

বিধিনিষেধ শিথিল হওয়ার ফলে বাসের চাকা গড়ানো শুরু করেছে ঠিকই। কিন্তু চাহিদার তুলনায় যে পরিমাণ বাস চলছে তা নিতান্তই অপ্রতুল। ৯০ টাকার উপর ডিজেলের দাম। ফলে ভাড়া না বাড়লে বাস নামানো সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে মালিক সংগঠন। এই অবস্থায় রাজ্য সরকার ভাড়া বৃদ্ধির দাবিতে সায় না দেওয়ায় গণস্বাক্ষর গ্রহণ শুরু করা হয়। এরপর আজ, অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য পরিবহন দফতরের আধিকারিকদের সঙ্গে এ বৈঠক করে মালিকদের দুটি সংগঠন। জয়েন্ট কাউন্সিল অবহ বাস সিন্ডিকেটের পক্ষ থেকে তপন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারা রাজ্যের পরিবহন সচিবের কাছে কয়েক হাজার স্বাক্ষর সম্বলিত চিঠি জমা দেন।

বাস ভাড়া বৃদ্ধি করলে সাধারণ মানুষের কোনও আপত্তি নেই। এই মর্মেই সই সংগ্রহ করে সাধারণ মানুষের সম্মতি নিয়ে সেই চিঠি জমা দেওয়া হয়েছে। তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলা থেকেও জেলার মানুষদের স্বাক্ষর-সহ চিঠি রাজ্য পরিবহন দফতরের কাছে পাঠানো হবে।

অন্যদিকে বাস ভাড়া নির্ধারণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির প্রধান তথা রাজ্য পরিবহন দফতরের যুগ্ম সচিবের সঙ্গে বৈঠক করেন সিটি সাব আর্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহা। অন্যান্য রাজ্যে এই মুহূর্তে বেসরকারি বাসের ভাড়া কত রয়েছে, সেই সম্পর্কিত পূর্ণাঙ্গ রিপোর্ট তুলে দেওয়া হয়। সেই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী ভাড়া পরিকাঠামো নির্ধারণ করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: ৭ কেন্দ্রে উপনির্বাচনের দাবিতে ‘ফলপ্রসূ’ বৈঠক তৃণমূলের, ‘নিরাশ’ নন সুদীপ-কল্যাণরা