AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dengue in Kolkata: গতবারের থেকে অনেকটাই বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া, স্বীকার করছেন মেয়র ফিরহাদ

Dengue in Kolkata: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির সিনিয়র রেসিডেন্ট দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়ের। হাসপাতাল সংলগ্ন ফাঁকা জায়গায় পরিত্যক্ত আসবাবপত্র প্রসঙ্গে ডিরেক্টর বলেন, ওই জায়গা পূর্ত বিভাগের অন্তর্গত। এছাড়া কিডনি প্রতিস্থাপনের জন্য দেবদ্যুতির রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল বলেও জানিয়েছেন অধ্যক্ষ।

Dengue in Kolkata: গতবারের থেকে অনেকটাই বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া, স্বীকার করছেন মেয়র ফিরহাদ
ফিরহাদ হাকিম, মেয়রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 5:51 PM
Share

কলকাতা: কলকাতা থেকে জেলা, রাজ্যের সর্বত্রই বেড়েছে ডেঙ্গি (Dengue in Kolkata) উদ্বেগ। চিন্তায় প্রশাসন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্বীকার করলেন, গতবার থেকে কলকাতায় ডেঙ্গি বেড়েছে। এখনও পর্যন্ত আক্রান্ত প্রায় ২৭০০। গত বছর এই সময় পর্যন্ত আক্রান্তের পরিমাণ ছিল ২৪০০ জন। সেখানে চলতি বছরে এখনও পর্যন্ত ২৭০০ জন আক্রান্ত ডেঙ্গিতে। এদিকে এরই মধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির সিনিয়র রেসিডেন্ট দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়ের। এ ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জোরকদমে হাসপাতাল চত্বরজুড়ে চলছে সাফাই অভিযান।

হাসপাতালের পিছনে পরিত্যক্ত জায়গায় থার্মোকলের মধ্যে রয়েছে জমা জল। তার উপরেই ব্লিচিং ছড়িয়ে সতর্কতা দিবস পালন আর‌আইও কর্তৃপক্ষের। আর‌আইও’র ডিরেক্টর অসীম ঘোষ জানিয়েছেন, হাসপাতাল থেকেই দেবদ্যুতি ডেঙ্গি সংক্রমণের শিকার হয়েছেন তা নিশ্চিত করে বলা যাবে না। তাহলে কোথা থেকে ডেঙ্গির কবলে পড়লেন তিনি? উঠছে সেই প্রশ্ন।

হাসপাতাল সংলগ্ন ফাঁকা জায়গায় পরিত্যক্ত আসবাবপত্র প্রসঙ্গে ডিরেক্টর বলেন, ওই জায়গা পূর্ত বিভাগের অন্তর্গত। এছাড়া কিডনি প্রতিস্থাপনের জন্য দেবদ্যুতির রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল বলেও জানিয়েছেন অধ্যক্ষ। এদিকে দেবদ্যুতির দেহদান করে নজির তৈরি করেছেন তাঁর বাবা-মা। কিন্তু, চিকিৎসকের মৃত্যুর পর‌ও হাসপাতালে অপরিচ্ছন্নতার যে ছবির দেখা মিলল তাতে কি নজির তৈরি হল? সে প্রশ্নও উঠছে।