Panchayet Election: পঞ্চায়েতের ময়দানে প্রথম দিনে কার কত মনোনয়ন?

Panchayet Election: প্রথম দিনে জমা পড়ল ১৩৫৬টি মনোনয়ন। তার মধ্যে শুধু গ্রাম পঞ্চায়েত স্তরেই জমা পড়েছে ১১৪০টি মনোনয়ন। পঞ্চায়েত সমিতিতে ১৯২টি মনোনয়ন এবং জেলা পরিষদে ২৪টি মনোনয়ন জমা পড়েছে।

Panchayet Election: পঞ্চায়েতের ময়দানে প্রথম দিনে কার কত মনোনয়ন?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 11:57 PM

কলকাতা: বৃহস্পতিবারই পঞ্চায়েতের (Panchayet Election 2023) দিনক্ষণ ঘোষণা হয়েছে। আর শুক্রবার থেকেই শুরু হয়েছে মনোনয়নের পালা। ১৫ তারিখ পর্যন্ত চলবে মনোনয়ন। মনোনয়ন জমা দেওয়ার সময় অপর্যাপ্ত, শুরু থেকেই অভিযোগ তুলে আসছে বিরোধীরা। সেই নিয়ে হাইকোর্টে মামলাও গড়িয়েছে। পঞ্চায়েত ভোটের মনোনয়নের জন্য সময় যে অপর্যাপ্ত, তা প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের পর্যবেক্ষণেও উঠে এসেছে। বিষয়টি রাজ্য নির্বাচন কমিশন যাতে পুনর্বিবেচনা করে, সেই কথাও পর্যবেক্ষণে জানিয়েছেন তিনি। হাইকোর্টের পর্যবেক্ষণের পর রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাও ইঙ্গিত দিয়েছেন, আইনত সম্ভব হলে প্রয়োজনে মনোনয়নের সময়সীমা বাড়ানো হতে পারে। এদিকে আজ মনোনয়ন পর্বের প্রথম দিনেই বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত কিছু অভিযোগও উঠে এসেছে বিরোধীদের। তবে এ সবের মধ্যেই প্রথম দিনে জমা পড়ল ১৩৫৬টি মনোনয়ন। তার মধ্যে শুধু গ্রাম পঞ্চায়েত স্তরেই জমা পড়েছে ১১৪০টি মনোনয়ন। পঞ্চায়েত সমিতিতে ১৯২টি মনোনয়ন এবং জেলা পরিষদে ২৪টি মনোনয়ন জমা পড়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক, প্রথম দিনে কোন দল কত মনোনয়ন জমা দিল? সামগ্রিকভাবে সব থেকে বেশি মনোনয়ন জমা পড়েছে বিজেপির। পঞ্চায়েতের তিনটি স্তর মিলিয়ে ৬৭৭টি মনোনয়ন জমা করেছে বিজেপি। এর মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে ৫৬৮টি, পঞ্চায়েত সমিতিতে ৯৫টি মনোনয়ন জমা পড়েছে। প্রথম দিনে ১৪টি জেলা পরিষদে মনোনয়ন জমা করেছে বিজেপি।

প্রথম দিনে কোন দলের কত মনোনয়ন?

শাসক দল তৃণমূল প্রথম দিনে মোট মনোনয়ন জমা করেছে ১৯৬টি। তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে ১৪৬টি, পঞ্চায়েত সমিতিতে ৪১টি এবং জেলা পরিষদে ৯টি মনোনয়ন জমা হয়েছে। প্রথম দিনে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে, বিজেপির তুলনায় শাসক শিবিরের পরিসংখ্যান অনেকটাই কম। সিপিএমও প্রথম দিনে তৃণমূলের থেকে বেশি মনোনয়ন জমা করতে পেরেছে তিনটি স্তর মিলিয়ে। শুক্রবার সিপিএম মোট ৩৬০টি মনোনয়ন জমা করেছে। যার মধ্যে রয়েছে ১টি জেলা পরিষদ, ৪৬টি পঞ্চায়েত সমিতি এবং ৩১৩টি গ্রাম পঞ্চায়েত স্তরের মনোনয়ন।

কংগ্রেস শিবির থেকে অবশ্য প্রথম দিনে খুব বেশি মনোনয়ন জমা পড়েনি। শুক্রবারের হিসেব অনুযায়ী, কংগ্রেস ৫৯টি গ্রাম পঞ্চায়েতে এবং ৪টি পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন দিয়েছে। প্রথম দিনে জেলা পরিষদে কোনও মনোনয়ন জমা করেনি কংগ্রেস। সব মিলিয়ে প্রথম দিনে ৬৩টি মনোনয়ন জমা করেছে হাত শিবির।