Recruitment Scam: টানা ১৪ ঘণ্টার জেরার পর শনিবার ফের তলব ‘কাকু’ ঘনিষ্ঠ রাহুল বেরাকে
Recruitment Scam: সূত্রের খবর, আরও একটি বিষয়ে ইডি রাহুলকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। ইডি-র হাতে ইতিমধ্যেই তথ্য এসেছে, সুজয়কৃষ্ণ ভদ্র তাঁর মোবাইল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মুখে ফেলেছেন।
কলকাতা: সিভিক ভলান্টিয়ার রাহুল বেরাকে গতকাল টানা ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডি-র। আজ, শনিবার ফের তলব করা হয়েছে রাহুলকে। বেলা ১টায় সিজিও কমপ্লেক্সে যেতে বলা হয়েছে রাহুলকে। গত রাতে ইডি-র দফতর থেকে বেরিয়ে রাহুল জানান, “তদন্তে সহযোগিতা করেছি। কাল আবার আসব।” শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছে পেশায় সিভিক ভলান্টিয়র রাহুল বেরার। কিন্তু কেন বা কীভাবে তাঁর নাম উঠে এল? সূত্রের খবর, ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ অত্যন্ত ঘনিষ্ঠ রাহুল বেরা। তিনি দক্ষিণ ২৪ পরগনার প্রভাবশালী তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্ত ও সুজয়কৃষ্ণ ভদ্রের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করতেন। উল্লেখ্য, শুক্রবারও তিনি জ্ঞানানন্দের গাড়িতে চেপেই নিজাম প্যালেসে উপস্থিত হন। উল্লেখ্য, গত ২০মে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ির পাশাপাশি জ্ঞানানন্দের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা।
সূত্রের খবর, আরও একটি বিষয়ে ইডি রাহুলকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। ইডি-র হাতে ইতিমধ্যেই তথ্য এসেছে, সুজয়কৃষ্ণ ভদ্র তাঁর মোবাইল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মুখে ফেলেছেন। ইডি সূত্রে খবর, সিভিক ভলান্টিয়ার রাহুল বেরাকে কাজে লাগিয়ে মোবাইলের যাবতীয় তথ্য মুছে ফেলতে পারেন ‘কালীঘাটের কাকু’। সেই তথ্য উদ্ধারের চেষ্টায় ইতিমধ্যেই তৎপর তদন্তকারীরা। সেই বিষয়েও রাহুলের কাছ থেকে জানতে চান তাঁরা।
ইডি-র বক্তব্য, একজন সামান্য সিভিক ভলান্টিয়র হয়ে কীভাবে তৃণমূলের এত প্রভাবশালী নেতাদের সংস্পর্শে এলেন তিনি? ইডি নিশ্চিত, এই দুর্নীতিতে জড়িত কোনও ‘ফ্রন্টম্যান’কে আড়াল করার চেষ্টা চলছে। তবে বেশ কয়েকটি জায়গায় সুজয়কৃষ্ণের সঙ্গে রাহুল বেরার বক্তব্যের মিল খুঁজে পাচ্ছেন না তদন্তকারীরা। তাই তাঁকে শনিবার ফের তলব করা হয়েছে। তবে তদন্ত সহযোগিতা করবেন বলে আশ্বাসও দিয়েছেন রাহুল বেরা।