Oath Taking: মমতা-সহ ৩ বিধায়ককে আজ শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল
Oath Ceremony: রাজ্যপাল একটি টুইটে জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার বদলে দুপুর দুটোর সময় তিনি শপথবাক্য পাঠ করাবেন মুখ্যমন্ত্রী এবং বাকি দুই বিধায়ককে।
কলকাতা: আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ নতুন তিন বিজেপি বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ (Governor Jagdeep Dhankhar) টুইট করে রাজ্যপাল নিজেই সেকথা বলেছেন।
প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, জাকির হুসেন এবং আমিরুল ইসলামের শপথ গ্রহণের সময় ঠিক করা হয়েছিল বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার সময়। তবে রাজ্যপাল একটি টুইটে জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার বদলে দুপুর দুটোর সময় তিনি শপথবাক্য পাঠ করাবেন মুখ্যমন্ত্রী এবং বাকি দুই বিধায়ককে।
রাজ্যপাল সোমবারই গ্যাজেট নোটিসের অপেক্ষার কথা বলেছেন। এরপর থেকেই রাজভবন থেকে কোনও প্রতিক্রিয়া আসে কি না, তার দিকে তাকিয়ে ছিল প্রশাসন। সোমবারই পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “আমরা অনুরোধ করেছি রাজ্যপাল মহোদয়কে। আগামী ৭ তারিখ ১২টার আগে আমরা চাইছি বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি শপথবাক্য পাঠ করান। আমরা আশা করছি নোটিফিকেশনটা হয়ে গেল উনি ৭ তারিখ বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও দুই নতুন নির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন।” এতদিন বিধানসভার স্পিকার বা প্রোটেম স্পিকারই নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতেন৷ এরপর রাজভবন থেকে একটি বার্তা দেওয়া হয়। যেখানে বলা হয়, এবার থেকে নির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল৷
Governor WB Shri Jagdeep Dhankhar would administer oath/affirmation to the elected members to the WBLA, viz., MAMATA BANERJEE , JAKIR HOSSIAN and AMIRUL ISLAM at the premises of the West Bengal Legislative Assembly on 7 October, 2021 at 11.45 hours. pic.twitter.com/Zp30Jt02k9
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 5, 2021
এরপরই ভবানীপুর, সামসেরগঞ্জ, জঙ্গিপুরের জয়ী তিন বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর জন্য বিধানসভার সচিবালয়ের তরফে রাজ্যপালকে অনুরোধ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Oath) ছাড়াও জাকির হোসেন ও আমিরুল ইসলাম বিধায়ক হিসেবে শপথ নেবেন৷
রাজ্যপাল টুইট করে স্পষ্ট করে দেন, তিনিও আর কোনও জটিলতা বাড়াতে চাইছেন না। বিধানসভায় গিয়েই তিনি মমতা ও বাকি দুই বিধায়কের শপথবাক্য পাঠ করাবেন। তবে ১২ টার মধ্যে তা সম্ভব নয় বলে জানিয়েছেন রাজ্যপাল। বৃহস্পতিবার দুপুর ২ টোয় তিনি বিধানসভায় শপথবাক্য পাঠ করাবেন।