Rajarhat: রাজারহাটে পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার ১
Rajarhat: জানা যাচ্ছে, স্পেশ্যাল টাস্ক ফোর্সের কর্তব্যরত এক পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগ। গ্রেফতার এক যুবক। সোমবার রাত্রিবেলা রাজারহাট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম জয়রাম সরকার। তাকে আজ বারাসত আদালতে পাঠানো হয়েছে।
রাজারহাট: রাস্তার ধারে রাখা ছিল স্কুটি। তা চোখে পড়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকের। সেই কারণে তিনি ওই স্কুটির মালিককে তা সরাতে বলেন। ব্যস! এই নিয়েই শুরু ঝামেলা। প্রথমে বচসা। তারপর তা গড়ায় হাতাহাতিতে। তারপর…
জানা যাচ্ছে, স্পেশ্যাল টাস্ক ফোর্সের কর্তব্যরত এক পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগ। গ্রেফতার এক যুবক। সোমবার রাত্রিবেলা রাজারহাট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম জয়রাম সরকার। তাকে আজ বারাসত আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাত্রিবেলা রাজারহাট বাজারে অভিযুক্ত যুবকের রাস্তার উপরে স্কুটি রাখা ছিল। ব্যস্ততম রাস্তায় কর্তব্যরত অফিসার রাস্তার উপর থেকে গাড়িটি সরাতে বলেন। তখন কথা কাটাকাটি হয়। পরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন অভিযুক্ত ওই যুবক। আচমকাই কিল ঘুষি মারলে দাঁত ভেঙে যায়। ঘটনায় গুরুতর জখম ওই পুলিশ অফিসারের চিকিৎসা চলছে। রাজারহাট থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। আজ ধৃত অভিযুক্ত যুবককে বারাসাত আদালতে তোলা হবে।