Partha Chatterjee: ইডি-র চার্জশিটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ পার্থ

Partha Chatterjee: চার্জশিটে পার্থকে দুর্নীতির মাস্টারমাইন্ড বলে দাবি করেছিলেন গোয়েন্দারা। পরে বিএড কলেজ থেকে তাঁর টাকা তোলার অভিযোগও সামনে আসে।

Partha Chatterjee: ইডি-র চার্জশিটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ পার্থ
পার্থ চট্টোপাধ্যায় (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 3:10 PM

কলকাতা : নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া পর প্রায় ৪ মাস ধরে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের পরই পার্থকে গ্রেফতার করা হয়েছিল। পরে তদন্ত চলাকালীন কেন্দ্রীয় সংস্থার একাধিক চার্জশিটে উঠে এসেছে পার্থর নাম। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দেওয়া সেই চার্জশিট নিয়েই প্রশ্ন তুললেন পার্থ। চার্জশিটকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছেন তিনি। একইসঙ্গে এই মামলা থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি।

সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের তরফে পিএমএলএ কোর্টে একটি আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবীরা। সেখানে ওই চার্জশিটকে অবৈধ বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে, ইডি-র তদন্তকারী অফিসারের তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার কোনও অধিকারই নেই। এখনও পর্যন্ত ইডি-র ২ টি চার্জশিটে ও সিবিআই-এর একটি চার্জশিটে পার্থর নাম রয়েছে।

পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয়েছিল। উদ্ধার হয়েছিল বিপুল পরিমান গয়নাও। ইডি-র চার্জশিটেই উল্লেখ করা হয়, অর্পিতা জেরা জানিয়েছেন, সব টাকা ও গয়না আসলে পার্থরই। পার্থ ও অর্পিতার নামে একাধিক সম্পত্তিরও হদিশ পান কেন্দ্রীয় গোয়েন্দারা। ওই টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও সম্পর্ক আছে কি না, চা জানতে তদন্ত চলছিল। চার্জশিটে পার্থকে দুর্নীতির মাস্টারমাইন্ড বলে দাবি করেছেন গোয়েন্দারা।

কোন কাজ কে কী ভাবে করবে, কী ভাবে একজনের জায়গায় অন্যজন চাকরিতে ঢুকবে, কী ভাবে নম্বর বদল হবে, কে কার থেকে টাকা নেবে, কী ভাবে সেই টাকা তোলা হবে, সে সব পার্থ শুধু জানতেন তাই নয়, সবটাই নাকি পার্থর মস্তিষ্কপ্রসূত। এমনটাও দাবি করা হয়েছে চার্জশিটে। উঠে এসেছে এই মামলার আরও এক অভিযুক্ত মানিক ভট্টাচার্যের সঙ্গে পার্থর কথোপকথনও।

শুধু তাই নয়, সম্প্রতি ইডি যে চার্জশিট পেশ করেছে, তাতে দাবি করা হয়েছে বিএড কলেজগুলিকে এনওসি দেওয়ার জন্য নাকি কলেজ পিছু ৪-৬ লক্ষ টাকা করে নিতেন পার্থ। সে বিষয়ে মানিকের সঙ্গে যোগসাদশের তথ্যও উঠে এসেছে চার্জশিটে। সেই চার্জশিটের বৈধতা নিয়েই এবার প্রশ্ন তুললেন পার্থ।