Partha Chatterjee: ‘চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন’, আদালতের পর্যবেক্ষণের যে সব অংশ বাদ দেওয়ার আর্জি পার্থ-র
Recruitment Scam: রবিবারই পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারি সংক্রান্ত মামলায় আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই শুনানিতে বেশ কিছু পর্যবেক্ষণ দেয় আদালত।
কলকাতা: আদালতের নির্দেশে ওড়িশার ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে। সেখানে এইমসে তাঁর চিকিৎসার ব্যবস্থা হয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের অধীন এসএসকেএম হাসপাতালকে ভর্ৎসনা করেছেন বিচারপতি বিবেক চৌধুরী। বিচারপতির সেই পর্যবেক্ষণের কিছু অংশ যাতে বাদ দেওয়া হয়, সেই আর্জি জানিয়েই এবার আদালতের দ্বারস্থ হলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। মন্ত্রীকে এসএসকেএমে ভর্তি করার সিদ্ধান্তের বিরোধিতা করে রবিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই নির্দেশের সংশোধন চেয়েই সোমবার আদালতের দ্বারস্থ হল পার্থ চট্টোপাধ্য়ায়। রবিবারের নির্দেশনামা থেকে বেশ কিছু পর্যবেক্ষণ মুছে দেওয়ার আর্জিও জানানো হয়েছে। মন্ত্রীর তরফে আইনজীবী দেবাশিস রায় ও আইনজীবী অয়ন ভট্টাচার্য আবেদন জানিয়েছেন হাইকোর্টে।
পর্যবেক্ষণের কোন কোন অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে?
১. চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন এফআইআরে নাম থাকা অভিযুক্তরা। দুর্নীতিপূর্ণ আচরণের মাধ্যমে বিপুল টাকা সংগ্রহ করেছেন অভিযুক্তরা।
২. কেস ডায়েরি থেকে দেখা যাচ্ছে যে তল্লাশি অভিযানের সময় অভিযুক্তের আইনজীবী উপস্থিত ছিলেন। ফলে আইনজীবী থাকতে না দেওয়ার যে অভিযোগ অভিযুক্ত তুলেছেন, তা সম্ভবত মিথ্যা।
৩. বর্ষীয়ান ক্যাবিনেট মন্ত্রী, যাঁর অপরিসীম ক্ষমতা রয়েছে এবং যিনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাঁর পক্ষে অন্য রাজনৈতিক নেতাদের সাহায্য নিয়ে গুরুতর অসুস্থতা এবং চিকিৎসার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
৪. যদি এটা ঘটে (জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান) তাহলে বিচার ব্যবস্থা হাজার হাজার যোগ্যপ্রার্থীদের অশ্রু ধারায় অভিশপ্ত হবে। যাঁদের ভবিষ্যৎ টাকার লোভে বলি প্রদত্ত হয়েছে।
এর পাশাপাশি রবিবার আদালতের তরফে এসএসকেএম হাসপাতালকে ভর্ৎসনা করা হয়েছে। বারবার শাসক দলের নেতারা হাজিরা এড়াতে এই হাসপাতালের দ্বারস্থ হয় বলে মন্তব্য করেছেন বিচারপতি বিবেক চৌধুরী। শুধু তাই নয়, হাসপাতালে চিকিৎসকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার সকালেই ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে পার্থকে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে।