দিলীপকে সরিয়ে বিজেপি রাজ্য সভাপতি করা হোক ধনখড়কে! কটাক্ষ পার্থর
দিলীপবাবুর 'বিদ্যাবুদ্ধি' নিয়েই এদিন প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। পাশাপাশি ফের একবার আক্রমণে বিদ্ধ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়কে
কলকাতা: শান্তিনিকেতনে নোবেলজয়ী অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ি নিয়ে রাজনৈতিক চাপানউতর ক্রমশ বাড়ছে। গোটা ঘটনায় ‘দাদার’ পাশে থাকার বার্তা দিয়ে শুক্রবারই একটি চিঠি দিয়েছিলেন ‘বোন’ মমতা। এরপর বিশিষ্ট অর্থনীতিবিদকে নিয়ে মুখ খুলে বিতর্ক আরও বাড়িয়ে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার তাঁর বক্তব্যের পাল্টা দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দিলীপবাবুর ‘বিদ্যাবুদ্ধি’ নিয়েই এদিন প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। পাশাপাশি ফের একবার আক্রমণে বিদ্ধ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar)।
তৃণমূল ভবনে এদিন এক সাংবাদিক বৈঠকে পার্থবাবু অভিযোগ করেন, রাজ্যপাল আর রাজ্যপাল নেই। তাঁর কথায়, “রাজ্যপাল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি করুন দিলীপ ঘোষকে সরিয়ে ওনাকে সভাপতি করে দেওয়া হোক। অত বড় বাড়িও ব্যবহার করবেন, আবার বিরোধী দলের নেতার মতো কথাও বলবেন, দুটো একসঙ্গে হয় না। বিজেপি যেভাবে কুৎসা করছে, অসত্য বলছে। তার চেয়েও বেশি লড়াইয়ে নেমেছেন রাজ্যপাল।” রাজ্যের পূর্বতন সাংবিধানিক প্রধানদের প্রসঙ্গ টেনে পার্থ আরও বলেন, “গোপাল কৃষ্ণ গান্ধীকেও দেখেছি। কেউ তো এত কথা বলত না। রাজ্যপাল বিজেপি মুখপাত্রের মতো কথা বলছেন।”
পাশাপাশি অমর্ত্য সেন প্রসঙ্গে দিলীপ ঘোষকে জবাব দেওয়ার সুরে তিনি বলেন, “উনি কে? ওনার যোগ্যতা, বিদ্যাবুদ্ধি কী আছে? উনি অমর্ত্য সেন নিয়ে আলোচনা করছেন! যে কোনও বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছেন। এরা কী চাইছে কে জানে। এক শ্রেণির উন্মাদের রাজনীতিতে জন্ম হয়েছে।”
দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারীর নাম না করেও এদিন ফের মুখ খোলেন পার্থ। বলেন, “নন্দীগ্রামের ইতিহাস যারা জানেন, তাঁরা ভালভাবে মমতার ২৬ দিনের অনশনের কথা জানেন। যারা করে তাদের বেশি বলতে হয় না। এখন যারা বুক কাঁপিয়ে বলছে, তখন সন্দেহ হচ্ছে সেই করার মধ্যে হয়তো অভিসন্ধি ছিল। মানুষ সব জানে। লড়াই জানে, সংগ্রামের ইতিহাস জানে, দলবদল হলে তার কারণও মানুষকে এত বোঝাতে হয় না।”
আরও পড়ুন: সুনীল মণ্ডলের গাড়িতে হামলা, অমিত শাহকে রিপোর্ট রাজ্য বিজেপির
ইতিমধ্যেই আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে এদিন পার্থবাবু যা ইঙ্গিত দিয়েছেন তাতে আগামী সময়ে নতুন সূচি প্রকাশ পেতে পারে বলে মনে করা হচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “৩০ জুনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার যে সূচি প্রকাশ করেছে তা বদল করতে বলা হয়েছে। ঐদিন হুল দিবস আছে। মুখ্যমন্ত্রীরও নজরে আছে বিষয়টি।” একই সঙ্গে শিক্ষা দফতর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন-তখন ঘেরাওয়ের বিষয়টিও যে ভাল চোখে দেখছে না তাও সাফ করে দেন পার্থ। বলেন, “ছাত্ররা ঘেরাওয়ের পথ নিচ্ছে। আমি তাঁদের বলব তারা যেন এই পথ পরিহার করে। এভাবে রোজ রোজ ঘেরাও করে যাদবপুরের উচ্চ স্থান যেন নষ্ট না করা হয়।” তবে স্কুল খোলার বিষয়ে রাজ্য যে এখনও কোনও সিদ্ধান্তে আসেনি সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ‘লভ জিহাদ’, জোর করে ধর্মান্তকরণে দশ বছর পর্যন্ত জেল, আইন আনছে মধ্য প্রদেশ