বি আর সিংয়ের পাঁচ তলা থেকে মরণ ঝাঁপ! পড়ে রইল রোগীর নিথর দেহ
চিকিৎসার গাফিলতি ও মানসিক অবসাদ থেকে এই ঘটনা বলে মৃতের পরিবারের ধারনা।
কলকাতা: বি আর সিং হাসপাতালের পাঁচ তলা থেকে ঝাঁপ রোগীর। মুহূর্তে নিথর দেহ। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে। মৃতের নাম দিলীপ কুমার দে। সোনারপুরের বাসিন্দা ছিলেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন দিলীপবাবু। কিছুদিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের পরিবারের লোকজনের অভিযোগ, গত দু’ তিনদিন ধরে বিনা চিকিৎসায় পড়ে ছিলেন তিনি। বারবার হাসপাতালে জানানো হলেও কোনওরকম গা করা হয়নি। ক্রমেই হতাশা দানা বাঁধছিল তাঁর মনে।
আরও পড়ুন: আজ বামেদের ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ: বেলা বাড়তেই জায়গায় জায়গায় অবরোধ
এরপরই শুক্রবার ভোরে হাসপাতালের পাঁচ তলার একটি বড় জানলা থেকে মরণ ঝাঁপ দেন। কাঁচ ভেঙে একেবার মাটিতে গিয়ে পড়েন তিনি। রক্তে ভেসে যায় দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।