ম্যানহোলে পড়ে কুঁদঘাটে চার শ্রমিকের মৃত্যুর তদন্ত চেয়ে এবার জনস্বার্থ মামলা হাইকোর্টে
চলতি বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডে কুঁদঘাট পাম্প হাউজের কাছে ম্যানহোলে পুরনো ও নতুন পাইপ সংযুক্তিকরণের কাজ চলছিল। সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন।
কলকাতা: হরিদেবপুরে চার শ্রমিকের ম্যানহোলে পড়ে মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করে জনস্বার্থ নিয়ে লড়াই করা সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস বা এপিডিআর (APDR)।
একুশের বিধানসভা ভোটের আগে হরিদেবপুরে ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে মারা যান চার শ্রমিক। আহত হন দু’জন। যেখানে ম্যানহোলে নেমে কাজ করা আইনত নিষিদ্ধ, সেখানে পুরসভা কী ভাবে সেই কাজ করাতে পারে সেই প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হয়েছে এপিডিআর। এখনও পর্যন্ত ঠিকা সংস্থার পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হলেও পুরসভা কেন ক্ষতিপূরণ দেয়নি সে প্রশ্নও তোলা হয় তাদের তরফে। পাশাপাশি পুলিশের ভূমিকাও যথেষ্ট সদর্থক ছিল না এমন অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধেও পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে। চলতি সপ্তাহেই শুনানি হতে পারে এই মামলার।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডে কুঁদঘাট পাম্প হাউজের কাছে ম্যানহোলে পুরনো ও নতুন পাইপ সংযুক্তিকরণের কাজ চলছিল। সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। প্রথমে তিনজন শ্রমিক ম্যানহোলে নেমেছিলেন। তাঁদের ম্যানহোলে তলিয়ে যেতে দেখে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা এক শ্রমিক সেখানে নেমে পড়েন। তিনিও ভেসে যান।
দীর্ঘক্ষণ সহকর্মীদের উঠতে না দেখে বাকি কর্মীরা ততক্ষণে দমকলে খবর দেন। কিন্তু দমকল আসতে দেরি করে বলে অভিযোগ। প্রায় দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফের ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতর। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। ঘণ্টা দু’য়েকের চেষ্টায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। অসুস্থ চার শ্রমিকের মধ্যে দু’জনকে বাঘাযতীন হাসপাতাল ও বাকি দু’জনকে এসএসকেএম-এ পাঠানো হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। নিহত চারজনের প্রত্যেকেই মালদহের তালসুট গ্রামের বাসিন্দা।
নিহতদের পরিবার প্রশ্ন তোলে বারবার কেন সাফাই ও নিকাশি কর্মীদের এ হেন বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে? কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে না, তা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে, কেন পর্যাপ্ত যন্ত্রপাতি ছাড়া, কেন মাস্ক ছাড়া এভাবে ম্যানহোলে নামলেন এই শ্রমিকরা? পুরসভার কর্তারা দাবি তুলেছিলেন, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া সাফাই কর্মীদের কাজে পাঠানো হয় না। পাশাপাশি মৃত চার শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়।
এদিকে মঙ্গলবার এপিডিআর যে মামলা দায়ের করেছে সেখানে প্রশ্ন তোলা হয়েছে, এখনও পর্যন্ত ঠিকা সংস্থার পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হলেও পুরসভা কেন ক্ষতিপূরণ দেয়নি। পাশাপাশি কেন এমন ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখা উচিৎ ছিল পুলিশের বলে দাবি করে এপিডিআর আদালতকে পুলিশের ভূমিকা নিয়েও জানায়। এই ঘটনার যথাযথ তদন্ত হোক, দাবি এই সংগঠনের। আরও পড়ুন: চায়ের চুমুকে মাটির গন্ধ… প্লাস্টিকের কাপ নয়, এবার ভাঁড়ে চা খাওয়াবে IRCTC