‘পিসি ক্যাডারদের বলুন কাটমানি যেন না চায়’, মমতাকে কটাক্ষ অমিত মালব্যর

কলকাতা: বাংলায় পা রাখা ইস্তক একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ‘পিসির সরকার’ বলে কটাক্ষ করেছেন অমিত মালব্য। পদাধিকারে রাজ্য বিজেপির সহকারি পর্যবেক্ষক তিনি। আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘পিসি’ বলে সম্বোধন করলেন অমিত। কৃষক আন্দোলনকে সমর্থন করার জন্য হাসপাতাল থেকেই তীর্যক বাক্যবাণে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রীকে। মঙ্গলবারই করোনা সংক্রমিত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অমিত মালব্য। […]

'পিসি ক্যাডারদের বলুন কাটমানি যেন না চায়', মমতাকে কটাক্ষ অমিত মালব্যর
Follow Us:
| Updated on: Dec 03, 2020 | 5:55 PM

কলকাতা: বাংলায় পা রাখা ইস্তক একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ‘পিসির সরকার’ বলে কটাক্ষ করেছেন অমিত মালব্য। পদাধিকারে রাজ্য বিজেপির সহকারি পর্যবেক্ষক তিনি। আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘পিসি’ বলে সম্বোধন করলেন অমিত। কৃষক আন্দোলনকে সমর্থন করার জন্য হাসপাতাল থেকেই তীর্যক বাক্যবাণে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রীকে। মঙ্গলবারই করোনা সংক্রমিত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অমিত মালব্য। হাসপাতাল সূত্রে খবর, সেরকম কোনও উপসর্গ তাঁর নেই। তিনি সুস্থই আছেন।

বৃহস্পতিবার দুপুর নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেন। কৃষকদের জীবন, জীবিকা নিয়ে তিনি কতটা উদ্বিঘ্ন সে কথা তুলে ধরেন। ভারত সরকারের ‘কৃষক বিরোধী’ এই আইন প্রত্যাহার করা উচিৎ বলেও দাবি করেন মমতা। তেমনটা না হলে বড়সড় আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি।

মমতার সেই টুইটের স্ক্রিনশট শেয়ার করে অমিত মালব্য লেখেন, “অক্সফোর্ডে প্রচার না পাওয়ার ব্যর্থতা ভুলে পিসি এবার বাংলার কৃষকদের জন্য উদ্বিঘ্ন। প্রথমেই কৃষকরা যাতে পিএম কিষাণ সম্মান নিধির আওতায় ৬ হাজার টাকা করে পান সেদিকটা দেখা উচিৎ। তাঁর ক্যাডারদের বলা উচিৎ কাটমানি যেন না চায়।”

আরও পড়ুন: শুভেন্দু এখন ‘ক্লোজড চ্য়াপ্টার’, জানিয়ে দিলেন সৌগত

উল্লেখ্য, বুধবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি বিতর্কসভায় অংশ নেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষ মুহূর্তে এই অনুষ্ঠান বাতিল করেন উদ্যোক্তারা। কেন আচমকা এই সিদ্ধান্ত তাও স্পষ্ট করে জানানো হয়নি বলে নবান্ন সূত্রে খবর।