BJP: ‘শাসকদলের অঙ্গুলিহেলনে কাজ করছে পুলিশ’, কমিশনে নালিশ বিজেপির

BJP: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও আরিজ আফতাবকে চিঠি দিল বিজেপি। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ভোটের মুখে এই চিঠিতে পরোক্ষে শাসকদলের উপর চাপ বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

BJP: ‘শাসকদলের অঙ্গুলিহেলনে কাজ করছে পুলিশ’, কমিশনে নালিশ বিজেপির
পুলিশ। ফাইল ছবি Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2024 | 10:25 PM

কলকাতা: ভোটের উত্তাপে ফুটছে বাংলা। শাসক থেকে বিরোধী, সব শিবিরের নেতা-নেত্রীরাই ঝড় তুলছেন প্রচারে। কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এরইমধ্যে ডায়মন্ড হারবার পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও আরিজ আফতাবকে চিঠি দিল বিজেপি। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ভোটের মুখে এই চিঠিতে পরোক্ষে শাসকদলের উপর চাপ বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 

ডায়মন্ড হারবার জেলা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীক্ষ্ণ সমালোচনা করা হয়েছে অভিযোগ পত্রের ছত্রে ছত্রে। ৮ এপ্রিল ওই পুলিশ জেলার অধীন সরিষা এলাকার কলাগাছিয়াতে বিজেপি কর্মীদের উপরে বর্বোরোচিত হামলা করা হয় বলে অভিযোগ বিজেপির। অভিযোগ, এ ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয় ছিল। শুধু শাসকদলের অঙ্গুলিহেলনে ওই পুলিশ জেলার পুলিশ চলছে অভিযোগ পদ্ম শিবিরের।

চিঠিতে রাম নবমীর প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে বিজেপির তরফে। একইসঙ্গে ডায়মন্ড হারবার সন্ত্রাস কবলিত এলাকা বলেও দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে লড়ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এবারও যে ডায়মন্ড-হারবার রাজনৈতিক মহলের বিশেষ নজরে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। শেষ দু’বার ডায়মন্ড-হারবার থেকে জিতেছেন অভিষেকই। অন্যদিকে এবার আইএসও প্রার্থী দিয়েছে ডায়মন্ড-হারবারে। লড়ছেন মজনু লস্কর। অন্যদিকে বামেদের টিকিটে লড়ছেন প্রতীক উর রহমান।