Dilip Ghosh: দিলীপকে দরাজ সার্টিফিকেট তৃণমূলের কুণালের, বঙ্গ বিজেপির সেরা সভাপতির তকমা দিলেন অন্য কাউকে

Kunal Ghosh: বিজেপি নেতা হিসেবে তপন শিকদারের পর বঙ্গ বিজেপির সেরা সভাপতির তকমাও দিলীপবাবুকে দিয়ে দিলেন কুণাল ঘোষ। বললেন, 'তপন সিকদারের পর নিঃসন্দেহে দিলীপই ঘোষই বঙ্গ বিজেপির সেরা সভাপতি। রাজনীতিতে দিলীপ ঘোষকে হারাতে চাই, কিন্তু রাজনীতিবিদ দিলীপ ঘোষ তাঁর মতোই বর্ণময় থাকুন।'

Dilip Ghosh: দিলীপকে দরাজ সার্টিফিকেট তৃণমূলের কুণালের, বঙ্গ বিজেপির সেরা সভাপতির তকমা দিলেন অন্য কাউকে
কুণাল ঘোষ ও দিলীপ ঘোষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2024 | 11:52 PM

কলকাতা: লোকসভা ভোটের মুখে এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রশংসা তৃণমূলের কুণাল ঘোষের গলায়। দিলীপ ঘোষের সঙ্গে রাজনৈতিক লড়াই থাকলেও বাংলায় বিজেপি নেতা হিসেবে দিলীপ ঘোষের ভূমিকা অনেকখানি, সেকথা মানছেন কুণাল। বিজেপি নেতা হিসেবে তপন শিকদারের পর বঙ্গ বিজেপির সেরা সভাপতির তকমাও দিলীপবাবুকে দিয়ে দিলেন তিনি। বললেন, ‘তপন সিকদারের পর নিঃসন্দেহে দিলীপই ঘোষই বঙ্গ বিজেপির সেরা সভাপতি। রাজনীতিতে দিলীপ ঘোষকে হারাতে চাই, কিন্তু রাজনীতিবিদ দিলীপ ঘোষ তাঁর মতোই বর্ণময় থাকুন।’

বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা করলেও, সামান্য খোঁচা দিতেও ছাড়েননি কুণাল। কুণালের বক্তব্য, ‘দিলীপবাবুর লড়াই তৃণমূলের সঙ্গে নয়, দিলীপবাবুকে লড়তে হচ্ছে ওঁর দলের, ওঁর বিরোধীদের বিরুদ্ধে।’

সংঘ পরিবার থেকে উঠে আসা দিলীপ ঘোষ ২০১৫ সালে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেন। ছিলেন ২০২১ সাল পর্যন্ত। রাজনীতির কারবারিদের মতে, আজকের দিনে বাংলায় বিজেপি যেভাবে সাংগঠনিকভাবে ফুলে-ফেঁপে উঠেছে, তার বীজ বপন হয়েছিল দিলীপ ঘোষের আমলেই। তিনি বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন যেভাবে রাজ্য়ের পদ্ম সংগঠনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তারই ফল দেখা যাচ্ছে আজকের বিজেপির সাংগঠনিক শক্তিতে।

বঙ্গ রাজনীতিতে বিজেপির শক্তি বৃদ্ধিতে দিলীপ ঘোষের গুরুত্বের কথা একবাক্যে স্বীকার করছেন তাঁর উত্তরসূরি তথা বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তবে কুণাল ঘোষ যে খোঁচা দিয়েছেন, সেটা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি। সুকান্তর কথায়, বিজেপি যখন রাজ্যে ১০ শতাংশের আশপাশে ভোট পেত, সেই সময় সভাপতি হয়েছিলেন দিলীপ ঘোষ। তারপর সেখান থেকে বাংলায় লড়াইয়ের ময়দানে আসে বিজেপি। দিলীপ ঘোষের উত্তরসূরির কথায়, ‘আমরা সবাই এটা স্বীকার করি, কেউ এটা অস্বীকার করি না। আমি যখন রাজনীতিতে এসেছি, তখন আমি দিলীপ ঘোষের লড়াই দেখে এসেছি। তিনি যে লড়াই করেছেন, তাতে কারও কোনও সন্দেহ নেই। দলও সেটা মানে।’