Traffic Control: যশোর রোড-ভিআইপি রোডে আংশিক নিয়ন্ত্রিত হবে যান-চলাচল, ঝঞ্ঝাট এড়াতে জেনে নিন বিস্তারিত
Jessore Road-VIP Crossing: রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করার আগে ট্রায়াল রান চালাবে বিধাননগর পুলিশ। রবি-সোম-মঙ্গল তিনদিন ধরে চলবে ট্রায়াল রান।
কলকাতা: শহরজুড়ে মেট্রোর সম্প্রসারণের কাজ চলছে। চলতি বছরের মধ্যেই কলকাতা মেট্রোর পাঁচটি বড় প্রোজেক্ট শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। তাতে রয়েছে হাওড়া ময়দান থেকে গঙ্গাবঙ্গ হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর সংযোগ। পাশাপাশি বিমানবন্দর চত্বরেও মেট্রোর কাজে আরও গতি আনা হচ্ছে। এবার কৈখালির কাছে মেট্রোর কাজের জন্য কিছুটা অংশের রাস্তায় যান চলাচল আংশিক নিয়ন্ত্রণ করা হবে। আগামিকাল (রবিবার) থেকেই শুরু হয়ে যাচ্ছে তার প্রস্তুতি। রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করার আগে ট্রায়াল রান চালাবে বিধাননগর পুলিশ। রবি-সোম-মঙ্গল তিনদিন ধরে চলবে ট্রায়াল রান।
এই তিনদিন রাতে আংশিক নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। মূলত পণ্যবাহী যানচলাচলের উপর নিয়ন্ত্রণ করা হবে এই ট্রায়াল রানের সময়ে। যেমন যশোর রোডের দিক থেকে আসা পণ্যবাহী গাড়িগুলি ওই সময়ে ভিআইপি রোডে ঢুকতে পারবে না। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে সেই মর্মে সহযোগিতার জন্য বলা হয়েছে। কলকাতা পুলিশকেও বলা হয়েছে, তারা যেন গাড়ির চাপ বুঝে প্রয়োজন মতো উল্টোডাঙা ও পাতিপুকুরের দিক থেকে আসা পণ্যবাহী গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করেন।
বসিরহাটের দিক থেকে যে গাড়িগুলি কলকাতার আসবে, সেগুলিকেও যাতে খড়িবাড়ি-রাজারহাটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, সেই কথা বলা হয়েছে বারাসত পুলিশ জেলাকে। উল্লেখ্য, কৈখালির যে অংশে মেট্রোর কাজ হবে, তার অদূরেই কলকাতা বিমানবন্দর। বহু যাত্রী প্রতি মুহূর্তে যাতায়াত করেন এই পথগুলি দিয়ে। পুলিশের তরফে বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে বিমানের সূচি অনুযায়ী হাতে কিছুটা বেশি সময় তাঁরা বাড়ি থেকে বেরোন। কারণ, রাস্তায় যান চলাচল আংশিক নিয়ন্ত্রণ করার ফলে পৌঁছতে কিছুটা দেরি হতে পারে।