Abhishek Banerjee: ‘খারিজ হোক অভিষেকের সাংসদ পদ’, লোকসভার স্পিকারকে চিঠি সৌমিত্রর

Abhishek Banerjee: শুক্রবার ভোট সন্ত্রাসে আহত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই কিছু মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে।

Abhishek Banerjee: 'খারিজ হোক অভিষেকের সাংসদ পদ', লোকসভার স্পিকারকে চিঠি সৌমিত্রর
আক্রমণে সৌমিত্রImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 7:09 PM

কলকাতা: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাংসদ পদ খারিজ হোক। এই আবেদন জানিয়ে এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যা নিয়েই নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, শুক্রবার ভোট সন্ত্রাসে আহত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ভোট হিংসা নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের দাবি, বিচারব্যবস্থার একাংশ মদত দিচ্ছে বিজেপিকে। আদালতের ‘প্রোটেকশনের’ কারণেই ভোট সন্ত্রাসে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। 

তাঁর এ মন্তব্য নিয়ে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতির আঙিনায়। অভিষেকের মন্তব্যের বিরোধিকতা করে ওম বিড়লাকে লেখা চিঠিতে সৌমিত্র খাঁ লিখেছেন, “ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে কথা বলেছেন। এটা আমাদের সংবিধান ও বিচারব্যবস্থার জন্য অবমাননাকর। আমরা কখনওই আমাদের দেশের বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারি না, বা বিরুদ্ধাচারণ করতে পারি না। এই কাজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সংবিধানকে আক্রমণ করেছেন। একইসঙ্গে কলকাতা হাইকোর্টকেও অপমান করেছেন।”

এই যুক্তি দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজের দাবি তুলেছেন সৌমিত্র। অভিষেকের মন্তব্যের কড়া বিরোধিতা করেছেন বরিষ্ঠ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যও। তাঁর দাবি, অভিষেকের কথা আদপে মূর্খের প্রলাপ। প্রশাসনকে কাজ করতে আদালত কখনওই বাধা দেয়নি।