বর্ষবরণে কড়া পদক্ষেপ! পার্ক স্ট্রিটে অধিক সতর্ক পুলিস

নৈশ কার্ফু জারি না হলেও কায়েম হচ্ছে একাধিক বিধি নিষেধ। এক নজরে দেখে নেওয়া যাক শহরের পুলিসি ব্যবস্থা...

বর্ষবরণে কড়া পদক্ষেপ! পার্ক স্ট্রিটে অধিক সতর্ক পুলিস
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 30, 2020 | 11:12 PM

কলকাতা: কলকাতাতেও হানা দিয়েছে করোনা (COVID-19) নতুন ‘স্ট্রেন।’ যার জেরে করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে এরাজ্যেও। দেশেও একাধিক ব্যক্তি নতুন ‘স্ট্রেনে’ আক্রান্ত হয়েছেন। তাই বুধবারই সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তারপর সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, নৈশ কার্ফু জারি না হলেও কায়েম হচ্ছে একাধিক বিধি নিষেধ। এক নজরে দেখে নেওয়া যাক শহরের পুলিসি (Police) ব্যবস্থা…

* শহর জুড়ে ৫০০ হাজার পুলিস মোতায়েন থাকছে। যারা নিরাপত্তার পাশাপাশি কোভিড বিধি পালন হচ্ছে কিনা সেদিকে বাড়তি নজর দেবে।

* হাইকোর্টের নির্দেশের পর কোভিডবিধি নিয়ে অনেক বেশি সতর্ক লালবাজার। সাফা জানিয়ে দেওয়া হয়েছে, হাতে-পকেটে মাস্ক রেখে পার পাওয়া যাবে না। মুখে মাস্ক না থাকলেই ব্যবস্থা। কোভিডিবিধি ভঙ্গ করে সরকারি আদেশ অমান্য করায় ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা হবে।

* প্রত্যেক থানাকে বলা হয়েছে নাইট ক্লাব, পানশালায় নজর রাখতে। তারা নিয়ম মানছে কিনা দেখতে হবে। আজ রাত থেকে হোটেলে নিরাপত্তার জন্য চেকিং চলবে।

* বাড়তি নজর থাকবে পার্কস্ট্রিটে।

* গোটা শহরে বসছে ২৪ টি ওয়াচ টাওয়ার।

* পানশালায় মাদকের কারবার চলছে কিনা তা খতিয়ে দেখতে বাড়তি পদক্ষেপ করবে পুলিস।

* শহরে ঢোকা-বেরোনোর প্রত্যেকটি জায়গায় বুধবার রাত থেকেই চলবে নাকা চেকিং।

*সারা শহরে করোনা বিধি নিয়ে মাইকিং করবে পুলিস।

* বিভিন্ন জায়গায় বিলি করা হবে মাস্ক ও স্যানিটাইজার।

* ভিক্টোরিয়া, জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে QRT ভ্যান। সেই ভ্যানে থাকবে পুলিস ও মহিলা কমান্ডো বাহিনী। পার্ক স্ট্রিটেও থাকবে কমান্ডো বাহিনী।

* বর্ষবরণের রাতে নারী নিরাপত্তার জন্য টহল দেবে মহিলা পুলিশের বিশেষ ‘উইনার্স’ দল। কটুক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি করলে পদক্ষেপ করবে ‘উইনার্স’রা।

* চিড়িয়াখানা, ভিক্টোরিয়ার মতো জায়গায় ভীড় নিয়ন্ত্রণে বাড়তি পুলিস রাখা হবে।

আরও পড়ুন:  ‘নেতাই যাচ্ছি, কোনও মাইকা লাল থাকলে পদ্ম ফুটিয়ে দেখা’