Primary TET Exam: টেট পরীক্ষার গাইডলাইন প্রকাশ পর্ষদের, কী কী মাথায় রাখতে হবে চাকরিপ্রার্থীদের?
Primary TET Exam 2022: আগামী ১১ ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া।
কলকাতা : প্রায় পাঁচ বছর পর প্রাথমিকে নিয়োগের জন্য নেওয়া হচ্ছে টেট পরীক্ষা। আগামী ১১ ডিসেম্বর সেই পরীক্ষা নেওয়া হবে। যদিও সেই টেট নিয়ে জারি রয়েছে বিতর্ক, তবে নিজেদের অবস্থানে অনড় থেকে পরীক্ষার প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার জারি হল, টেট পরীক্ষার গাইডলাইন। পরীক্ষার হলে প্রবেশ করার সময় কী কী মাথায় রাখতে হবে, তার উল্লেখ রয়েছে এই বিজ্ঞপ্তিতে।
দিনক্ষণ
আবেদন জমা করতে হবে আগামী ৩ নভেম্বরের মধ্যে। অনলাইনে আবেদন করার শেষ দিনও ওই ৩ নভেম্বর। ১১ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা।
কী কী মাথায় রাখতে হবে পরীক্ষার্থীদের?
১. ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষার হলে।
২. রোল নম্বর মিলিয়ে দেখে জায়গা খুঁজে নিতে হবে প্রার্থীদের। অন্য জায়গায় বসলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
৩. পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টা আগে পরীক্ষার হলে পৌঁছতে হবে প্রার্থীদের। পরীক্ষা শুরু হয়ে গেলে প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না।
৪. কোনও লেখা বা ছাপানো কাগজ, পেনসিল বাক্স, প্লাস্টিকের পাউচ, ক্যালকুলেটর, স্কেল, নোট প্যাড, পেন ড্রাইভ, রবার, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, কাড বোর্ড নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা।
৫. সঙ্গে রাখা যাবে না মোবাইল ফোন, ব্লু টুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার বা হেল্থ ব্যান্ড।
৬. ক্যামেরা, সানগ্লাস, হাতের ব্যাগ, সোনার গয়না নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে।
৭. ইনভিজিলেটরের অনুমতি ছাড়া পরীক্ষা শেষ হওয়ার আগে কোনও প্রার্থী হল থেকে বেরতে পারবেন না।
৮. হলে বসে ধূমপান করা বা তামাক চিবনো যাবে না।
৯. পরীক্ষা চলাকালীন কোনও পানীয়, খাদ্য, চা বা কফি ভিতরে নিয়ে প্রবেশ করা যাবে না।
পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, ১৫০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই হবে প্রশ্ন, থাকবে না কোনও নেগেটিভ মার্কিং। প্রত্যেকে সেন্টারে বাড়তি নজরদারির জন্য থাকবেন সেন্টার ইনচার্জ। মঙ্গলবার এই গাইডলাইনের পাশাপাশি, মডেল প্রশ্নপত্রও প্রকাশ করছে পর্ষদ। পর্ষদের ওয়েবসাইটে সেই প্রশ্নপত্র দেখা যাবে।