R G Kar: ময়নাতদন্তের রিপোর্টই কি তবে…? সোমে সুপ্রিম-শুনানির আগে মেডিক্যাল বোর্ডের নির্দেশিকা নিয়েই CBI-এর হাতে মোড় ঘোরানো তথ্য
R G Kar: প্রশ্ন উঠেছিল, একজন অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার প্রফেসর, কম অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসককেও কেন এই ধরনের স্পর্শকাতর বিষয়ের মেডিক্যাল বোর্ডের সদস্য করা হল? কার নির্দেশে? তা এবার সামনে এল।
কলকাতা: সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের পর একের পর এক মোড় ঘোরানো তথ্য সামনে আসছে। তিলোত্তমার ময়নাতদন্তের সময় গঠিত মেডিক্যাল বোর্ড নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। সেই মেডিক্যাল বোর্ডে ছিলেন ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম। তাঁর উপস্থিতি নিয়েই প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশিকা নিয়েও। সেই নির্দেশিকার নথি এসেছে TV9 বাংলার হাতে। তাতে দেখা যাচ্ছে, নির্দেশিকায় সই রয়েছে প্রাক্তন উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠের। তাহলে স্বাস্থ্যভবনের তরফে মেডিক্যাল বোর্ড গঠনের কোনও নির্দেশিকা আসেনি?
মেডিক্যাল বোর্ডে এনআরএস থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদমর্যাদা সম্পন্ন যে চিকিৎসককে রাখা হয়েছিল, তাঁকে নিয়ে গোড়া থেকে প্রশ্ন তুলেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। প্রশ্ন উঠেছিল, একজন অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার প্রফেসর, কম অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসককেও কেন এই ধরনের স্পর্শকাতর বিষয়ের মেডিক্যাল বোর্ডের সদস্য করা হল? কার নির্দেশে? তা এবার সামনে এল।
জানা যাচ্ছে, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ MSVP সঞ্জয় বশিষ্ঠ নির্দেশ দিয়েছিলেন। তাহলে প্রশ্ন উঠছে, আরজি করে MSVP কীভাবে অন্য মেডিক্যাল কলেজের সদস্য চিকিৎসককে মেডিক্যাল বোর্ড রাখতে পারেন, মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিতে পারেন।
তাহলে কি স্বাস্থ্য ভবনের তরফে কি কোনও নির্দেশ ছিল না? যদি তা থাকত, কেন সামনে আনা হল না? এই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এমন একটা সময়ে এই বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যখন ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। সিবিআই গোয়েন্দারাও হাজির হয়েছিলেন আরজি করে। নমুনা সংগ্রহের পদ্ধতি আরও ভাল হতে পারত বলে তদন্তকারী আধিকারিকরা আগেই বলেছিলেন।
তিলোত্তমার ময়নাতদন্তের বোর্ড নিয়েই উঠছে যে প্রশ্নগুলো
১. বোর্ডে কেন NRS-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর?
২. বোর্ড গঠনে স্বাস্থ্যভবনের কোনও নির্দেশ নেই
৩. নির্দেশনামায় সই প্রাক্তন MSVP সঞ্জয় বশিষ্ঠের
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)