R G Kar: বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে রাজ্যই! আরজি কর কাণ্ডে এবার জানিয়ে দিল কেন্দ্র
R G Kar: কেন্দ্র আদালতে জানিয়েছে, যে আইপিএস যেই রাজ্যে কর্মরত। সেই রাজ্য পদক্ষেপ নিতে পারবে সংশ্লিষ্ট আইপিএস-এর বিরুদ্ধে। তবে কেন্দ্রের তরফে এটাও স্পষ্ট করা হয়েছে, এই মামলায় কেন্দ্রকে বাদ দেওয়া হোক। রাজ্যই আইপিএস-এর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে।
কলকাতা: আরজি কর কাণ্ডের সময়ে তিলোত্তমার নাম বার বার মুখে এনেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার তথা আইপিএস বিনীত গোয়েল। তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এই ইস্যুতে নোটিস ইস্যু করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি টিএম শিবজ্ঞানমের বেঞ্চ। নির্যাতিতার নাম বলা নিয়ে প্রাক্তন নগরপালের বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ নিতে পারবে বলে আদালতে জানাল কেন্দ্র।
কেন্দ্র আদালতে জানিয়েছে, যে আইপিএস যেই রাজ্যে কর্মরত। সেই রাজ্য পদক্ষেপ নিতে পারবে সংশ্লিষ্ট আইপিএস-এর বিরুদ্ধে। তবে কেন্দ্রের তরফে এটাও স্পষ্ট করা হয়েছে, এই মামলায় কেন্দ্রকে বাদ দেওয়া হোক। রাজ্যই আইপিএস-এর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে।
প্রসঙ্গত, বিনীতের বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন আইনজীবী অনামিকা পাণ্ডে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানান তিনি। গত শুনানিতে কলকাতা হাই কোর্ট জানায়, আরজি কর-কাণ্ডের মূল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানেই ওই বিষয়টি জানানোর কথা বলেছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।