জানুয়ারিতে কি রাজ্যে রাহুল-প্রিয়াঙ্কা, জোরাল হচ্ছে জল্পনা

কলকাতা: একুশের বিধানসভা ভোটের আগে তারকা-প্রচারে চমকে দিতে চলেছে কংগ্রেস। সূত্রের খবর, জানুয়ারিতে রাজ্যে আসতে পারেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তৃণমূল বিজেপি যখন একে অপরের সঙ্গে ‘চুলোচুলি’তে ব্যস্ত, সে সুযোগে নতুন করে বাংলা বাজারে টাটকা হাওয়ার খোঁজে অধীর, মান্নানরা। জেলায় জেলায় ছুটে চলেছেন অধীর চৌধুরী। তৃণমূল, বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের হয়ে প্রচার চালাচ্ছেন বঙ্গজুড়ে। এরইমধ্যে […]

জানুয়ারিতে কি রাজ্যে রাহুল-প্রিয়াঙ্কা, জোরাল হচ্ছে জল্পনা
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 22, 2020 | 3:41 PM

কলকাতা: একুশের বিধানসভা ভোটের আগে তারকা-প্রচারে চমকে দিতে চলেছে কংগ্রেস। সূত্রের খবর, জানুয়ারিতে রাজ্যে আসতে পারেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তৃণমূল বিজেপি যখন একে অপরের সঙ্গে ‘চুলোচুলি’তে ব্যস্ত, সে সুযোগে নতুন করে বাংলা বাজারে টাটকা হাওয়ার খোঁজে অধীর, মান্নানরা।

জেলায় জেলায় ছুটে চলেছেন অধীর চৌধুরী। তৃণমূল, বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের হয়ে প্রচার চালাচ্ছেন বঙ্গজুড়ে। এরইমধ্যে কংগ্রেসের একাংশের দাবি আগামী মাসেই রাজ্যে আসতে পারেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। রাজ্যের বিভিন্ন জায়গায় করবেন রোড শো। যদিও আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা এখনও স্বীকার করছেন না কেউই।

আরও পড়ুন: সুজাতাকে বিবাহবিচ্ছেদের নোটিস সৌমিত্রর

একটা সময় সংখ্যালঘুদের মধ্যে কংগ্রেসের গ্রহণযোগ্যতা ছিল চরম। সময়ের হাত ধরে পরে সেই জনপ্রিয়তায় ভাগ বসায় তৃণমূল। যদিও মুর্শিদাবাদ কিংবা মালদহে কংগ্রেসের ভোটবাক্স এখনও অটুট বলেই দাবি করে প্রদেশ নেতৃত্ব। সম্প্রতি ফুরফুরা শরিফে ঘুরে এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আব্বাস সিদ্দিকির সঙ্গে কথাও হয়েছে তাঁর। সে আলোচনা যে বেশ ইতিবাচক কংগ্রেসের অন্দর থেকে সে ইঙ্গিতও মিলেছে।

বুধবার কলকাতার রামলীলা ময়দানে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেলের কনভেনশন। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা পঞ্জাবের বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর। থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, এআইসিসি সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নাদিম জাভেদ। উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় পর্যবেক্ষক জিতিন প্রসাদও।

আরও পড়ুন: মধ্যমগ্রামে প্রৌঢ়কে প্রকাশ্যে গুলি করে খুন

২০১৬ সালের পর ২০২১ সালেও যে বাম-কংগ্রেস জোট হতে চলেছে দু’ তরফের কথাবার্তাতেই তা এক প্রকার নিশ্চিত। আর জোট রাজনীতির অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেস যে প্রচারে ঝড় তুলতে চাইছে, বিধান ভবনের দেওয়ালে কান পাতলেই তা শোনা যাচ্ছে। রাহুল, প্রিয়াঙ্কা বাংলায় প্রচারে এলে জোট শরিক হিসাবে কংগ্রেসের খাতে তা অতিরিক্ত নম্বর যোগ করবে বলেই মনে করা হচ্ছে।