Special Train: দিঘা-পুরী থেকে এনজেপি, হাওড়া-শিয়ালদহ থেকে পুজোয় চলবে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জেনে নিন রুটগুলি

Special Train: যাত্রীদের যাতে টিকিট পেতে অসুবিধা না হয়, রেলের ওপর ভরসা করেই যেন পুজোর প্ল্যান করতে পারেন সবাই, সেদিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের পিআরও কৌশিক মিত্র।

Special Train: দিঘা-পুরী থেকে এনজেপি, হাওড়া-শিয়ালদহ থেকে পুজোয় চলবে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জেনে নিন রুটগুলি
পুজোয় স্পেশাল ট্রেনImage Credit source: Getty Image
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2024 | 1:38 PM

কলকাতা: দুর্গা পূজা মানেই শুধু ধর্মীয় উৎসব নয়, পুজো মানে বাঙালির ছুটি, ঘরে ফেরা। ৩-৪টে দিনের জন্য অপেক্ষা সারা বছরের। আর শুধু দুর্গা পূজা নয়, আগামী ২ মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে চলবে উৎসবের মরসুম। নবরাত্রি, দিপাবলী, ছট পূজার মতো উৎসবে প্রত্যেকেরই কিছু না কিছু পরিকল্পনা থাকে। তবে টিকিট পেতে হিমশিম খেতে হয়। তাই প্রতিবারের মতো এবারও পুজো স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, উৎসবের মরসুমে চালানো হবে ৪০টি স্পেশাল ট্রেন। মোট ৪ লক্ষ বার্থ থাকবে তাতে। আগামী ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অর্থাৎ ২ মাস এই ট্রেনগুলি চলবে। ট্রেনগুলিতে থাকবে ৪ লক্ষ বার্থ। ফলে টিকিট পেতে কোনও অসুবিধা হবে না বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।

মূলত হাওড়া ও শিয়ালদহ থেকে ছাড়বে এই স্পেশাল ট্রেনগুলি। এছাড়াও একাধিক ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন, আসানসোল, ভাগলপুর, মালদা টাউন স্টেশন থেকে। দিঘা, পুরী, পাটনা, নিউ জলপাইগুড়ি, লখনউ, ভদোদরা, পুনে, আনন্দ বিহারের মতো একাধিক স্টেশনে যাবে ট্রেনগুলি।

যে সব স্পেশাল ট্রেন চালানো হবে, সেগুলির তালিকা, একনজরে:

মালদা টাউন-উধনা-মালদা টাউন

হাওড়া-খাতিপুরা- হাওড়া

আসানসোল-খাতিপুরা-আসানসোল

শিয়ালদহ-গোরক্ষপুর-শিয়ালদহ

হাওড়া-রক্সাউল-হাওড়া (এই রুটে দুটি ট্রেন চলবে)

শিয়ালদহ-ভদোদরা-শিয়ালদহ (এই রুটে দুটি ট্রেন চলবে)

আসানসোল-আনন্দ বিহার-আসানসোল

মালদা টাউন-আনন্দ বিহার-মালদা টাউন

মালদা টাউন-দিঘা-মালদা টাউন

কলকাতা-পুরী-কলকাতা

শিয়ালদহ-জয়নগর-শিয়ালদহ

কলকাতা-পাটনা-কলকাতা

হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া

শিয়ালদহ-লখনউ-শিয়ালদহ

ভাগলপুর-হরিদ্বার-ভাগলপুর

মালদা টাউন-সেকেন্দ্রাবাদ-মালদা টাউন

মালদা টাউন-পুনে-মালদা টাউন

মালদা টাউন-নয়া দিল্লি-মালদা টাউন

ভাগলপুর-নয়া দিল্লি-ভাগলপুর

এছাড়া হাওড়া থেকে ৪টি পূজা স্পেশাল ট্রেন ছাড়বে। সেগুলির গন্তব্য হবে, খাতিপুরা, রক্সাউল, নিউ জলপাইগুড়ি। ৫৪,৮৮৮টি বার্থ থাকবে ওই ট্রেনগুলিতে।

শিয়ালদহ থেকে ছাড়বে আরও ৪টি পূজা স্পেশাল ট্রেন, সেগুলি যাবে গোরক্ষপুর, ভদোদরা, জয়নগর ও লখনউ। তাতে থাকবে ৯৮,৩৭৬টি বার্থ।

কলকাতা স্টেশন থেকে পুরী ও পাটনার উদ্দেশে রওনা হবে দুটি স্পেশাল ট্রেন, তাতে থাকছে ৪৫,৮৪০ টি বার্থ।

আসানসোল থেকে খাতিপুরা ও আনন্দ বিহার যাবে দুটি ট্রেন। তাতে থাকবে ৩৯,৪৫৬টি বার্থ।

মালদা টাউন থেকে ৬টি ট্রেন ছেড়ে যাবে উধনা, আনন্দ বিহার, দিঘা, সেকেন্দ্রাবাদ, পুনে ও দিল্লি। সেগুলিতে থাকবে ১,০০,০৪২টি বার্থ।

হরিদ্বার ও দিল্লির উদ্দেশে দুটি ট্রেন রওনা হবে ভাগলপুর স্টেশন থেকে। সেই দুই ট্রেনে থাকবে ৬০,৪১৬টি বার্থ।

যাত্রীদের যাতে টিকিট পেতে অসুবিধা না হয়, রেলের ওপর ভরসা করেই যেন পুজোর প্ল্যান করতে পারেন সবাই, সেদিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের পিআরও কৌশিক মিত্র।