৫৩টি VSS বসল পূর্ব রেলে, যাত্রী সুরক্ষায় বাংলায় বড় পদক্ষেপ রেলের
Railway: ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, পূর্ব রেল সাহেবগঞ্জ এবং মালদা টাউন স্টেশনগুলিতে ২টি আউটডোর ভিডিয়ো ওয়াল ও তিনটি ইনডোর ভিডিয়ো ওয়াল ইনস্টল করে।

কলকাতা: যাত্রীদের রেলযাত্রার অভিজ্ঞতা আরও উন্নত করতে ও সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ পূর্ব রেল। সেই কারণেই বিভিন্ন স্টেশনে বসানো হচ্ছে কোচের জন্য সূচক বোর্ড (সিআইবিএস), ট্রেন ইন্ডিকেশন বোর্ড (টিআইবিএস), টাওয়ার ক্লক, ভিডিও ওয়াল, এলইডি ডিসপ্লে এবং একটি বিস্তৃত ভিডিও সারভিলিয়েন্স সিস্টেম (ভিএসএস)।
ট্রেন কখন স্টেশনে ঢুকছে, কখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সে সম্পর্কে রিয়েল-টাইম তথ্য থাকবে ওই সূচক বোর্ডে। ফলে যাত্রীরা সহজেই ট্রেনের সময় সম্পর্কে নিশ্চিত হতে পারবে। যাত্রীদের আর কোনও বিভ্রান্তি থাকবে না।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে, পূর্ব রেল সাহেবগঞ্জ এবং মালদা টাউন স্টেশনগুলিতে ২টি আউটডোর ভিডিয়ো ওয়াল ও তিনটি ইনডোর ভিডিয়ো ওয়াল ইনস্টল করে। মালদহের জামালপুর স্টেশনেও ৩টি এলইডি ডিসপ্লে বোর্ড রাখা হয়। ২০২৫-এর ফেব্রুয়ারির মধ্যে পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে মোট ৫৩টি এলইডি টিভি ও ১১টি স্টেশনে ভিডিয়ো ওয়াল লাগিয়েছে।
২০২৫-এর ফেব্রুয়ারিতে আজিমগঞ্জ এবং পাকুর স্টেশনগুলিতে টাওয়ার ক্লক লাগানো হয়। গত ফেব্রুয়ারির মধ্যে ১২টি স্টেশনে টাওয়ার ক্লক লাগানো হয়েছে।
এছাড়া স্টেশনগুলিতে বাড়ানো হয়েছে ভিডিয়ো নজরদারি। আরপিএফের পর্যবেক্ষণ চলছে ওই ভিএসএস ইনস্টল করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে, ভিএসএস জামালপুর স্টেশনে একটি কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত ৬০ নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে পূর্ব রেলে এখন মোট ২৩৩৭টি নজরদারি ক্যামেরা রয়েছে। ৮৪টি স্টেশনে রয়েছ সেই ব্যবস্থা।





