Puja Special Train: পুজোয় দার্জিলিং যাবেন? একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেল, কবে থেকে পাবেন টিকিট?

Puja Special Train: এই ট্রেনগুলি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড এবং মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ, আলুবাড়ি রোড স্টেশনগুলিতে থামবে। সব ট্রেনগুলিই হবে শীতাতপ নিয়ন্ত্রিত। জানানো হয়েছে রেলের তরফে।

Puja Special Train: পুজোয় দার্জিলিং যাবেন? একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেল, কবে থেকে পাবেন টিকিট?
পুজোর মুখে সুখবরImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 11:44 PM

কলকাতা: পুজোয় উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার ট্রেন্ড এখন আর নতুন নয়। কলকাতার ভিড়কে দূরে ফেলে পুজোর কটাদিন দার্জিলিংয়ের পাহাড়ের কোলে কাটাতে চান অনেকেই। এদিকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য বন্দে ভারত, শতাব্দীর মতো দ্রুতগামী ট্রেন তো ছিলই। এবার পুুজোয় বাংলার জন্য বড় সুখবর শোনাল রেল। পুজোয় শিয়ালদহ ও হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে স্পেশ্যাল ট্রেন। ইতিমধ্যেই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

তাতেই জানানো হয়েছে 03103 শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি ২৮ অক্টোবর থেকে ২৫ নভেম্বরের মধ্যে প্রতি শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে। জলপাইগুড়ি পৌঁছাবে রবিবার সকাল ১০টা ৪৫ মিনিটে। অন্যদিকে ২৯ অক্টোবর থেকে ২৬ নভেম্বরের মধ্যে প্রতি রবিবার জলপাইগুড়ি-শিয়ালদহ পুজো স্পেশ্যাল দুপুর ১২টা ৪৫ মিনিটে ছাড়বে। রাত সাড়ে ১২টা নাগাদ ট্রেনগুলি পৌঁছাবে শিয়ালদহে। 

82315 শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি সুবিধা পুজো স্পেশাল ২১ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। একইসঙ্গে 82316 নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ সুবিধা স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে রবিবার ছাড়বে দুপুর ১২টা ৪৫ মিনিটে। ট্রেনটি মধ্যরাতে শিয়ালদহে পৌঁছাবে।

এই ট্রেনগুলি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড এবং মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ, আলুবাড়ি রোড স্টেশনগুলিতে থামবে। সব ট্রেনগুলিই হবে শীতাতপ নিয়ন্ত্রিত। 03027 হাওড়া – নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল প্রতি বুধবার হাওড়া থেকে ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে। ১ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই পরিষেবা। 03028 নিউ জলপাইগুড়ি – হাওড়া পুজা স্পেশাল ২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ছাড়বে। হাওড়া ঢুকবে রাত ১২টা ১০ মিনিটে।

তাছাড়া, 82301 হাওড়া – নিউ জলপাইগুড়ি সুবিধা পুজা স্পেশাল ৩৫ অক্টোবর হাওড়া থেকে ১১টা ৫৫ মিনিটে ছাড়বে। পরেরদিন ২৬ অক্টোবর 82302 নিউ জলপাইগুড়ি – হাওড়া সুবিধা পুজা স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এই ট্রেনগুলির জন্য আগামী ৯ অক্টোবর থেকে টিকিট কাটা যাবে। তবে ট্রেনগুলির জন্য থাকছে না কোনও তৎকাল টিকিট।