Weather Update: রাতারাতি ভোল বদলাচ্ছে বাংলার আকাশ, কোনদিকে চাপ বাড়াচ্ছে নিম্নচাপ?

Weather Update: কলকাতা-সহ দক্ষিণের ১২ জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। শনিবার ৬ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা।

Weather Update: রাতারাতি ভোল বদলাচ্ছে বাংলার আকাশ, কোনদিকে চাপ বাড়াচ্ছে নিম্নচাপ?
কী বলছে হাওয়া অফিস? Image Credit source: Meta AI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2024 | 3:32 PM

কলকাতা: বাংলার আকাশে ঘাঁটি গেড়েছে নিম্নচাপ। তাতেই দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা। সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। নদীর জলস্তর বেড়ে ফের প্লাবনের ভয়ও থেকে যাচ্ছে। শুক্রবারও দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

কলকাতা-সহ দক্ষিণের ১২ জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। শনিবার ৬ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। হাওয়া অফিস বলছে, গত পাঁচদিন ৫ দিন বাংলাদেশে ঠায় দাঁড়িয়ে ছিল নিম্নচাপ। এবার তার নজর পড়েছে দক্ষিণবঙ্গের দিকে। ইতিমধ্যেই নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে ত্রিপুরা থেকে বাংলাদেশ। তবে দীর্ঘ সময় ধরে যে বাংলার আকাশ দখল করে বসে থাকবে নিম্নচাপ এমনটা হয়। 

আবহাওয়াবিদরা বলছেন, ধীরে ধীরে বাংলা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে সেই নিম্নচাপ। তবে ঝাড়খণ্ডে অতিবৃষ্টি হলে বাংলার বিপদ আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে জলাধারগুলিতে জলের চাপ সামাল দিতে গিয়ে আরও জল ছাড়তে পারে ডিভিসি। সে ক্ষেত্রে সদ্য বোনা ধান জমিতে আরও ঘনীভূত হতে পারে বিপদ। সে কারণেই উদ্বেগ বাড়ছে চাষীদের মধ্যে। হাওয়া অফিস বলছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে গিয়েছে। ছাপ রয়েছে নিম্নচাপ এলাকাতেও। সেখান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃর্ত। সে কারণে বর্ষার বৃষ্টিও পাচ্ছে বাংলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভালই বৃষ্টি পাচ্ছে উত্তরবঙ্গও। শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, মালদহ, ও দুই দিনাজপুরে।