‘টার্গেট’ শহরের টোটো চালকরা,মাদক খাইয়ে বেহুঁশ করে টোটো নিয়ে উধাও এই গ্যাং
Rajarhat: গত বছরের নভেম্বরে নারায়ণপুরের বাসিন্দা পেশায় টোটো চালক মহম্মদ কৌসরের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় রাজারহাটের একটি জলাশয় থেকে।
কলকাতা: রাজারহাটে মহম্মদ কৌসর খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকে রাজারহাট থানার পুলিশ মুন্না মোল্লা নামে ওই যুবককে গ্রেফতার করে। ২০২০ সালের নভেম্বরে এক টোটো চালকের দেহ উদ্ধার হয়েছিল রাজারহাটে। মাদক মেশানো পানীয় খাইয়ে ছিনতাইয়ের উদ্দেশে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। সেই ঘটনার তদন্তেই এই গ্রেফতারি।
গত বছরের নভেম্বরে নারায়ণপুরের বাসিন্দা পেশায় টোটো চালক মহম্মদ কৌসরের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় রাজারহাটের একটি জলাশয় থেকে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মূলত বিহার এবং জামালপুরের একটি দল রাতের শহরে মাদক মেশানো তরল খাইয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটাত। সে ‘গ্যাং’-এরই শিকার হন কৌসরও। এরপরই তদন্তে নেমে উঠে আসে মুন্না মোল্লার নাম।
তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এইভাবে রাতের শহরে একাধিক ছিনতাইয়ের ঘটনা তাঁরা ঘটিয়েছেন। প্রথমে টোটো ভাড়া করতেন। তারপর বিভিন্ন স্থানে ওই টোটো নিয়ে ঘুরতেন। সুযোগ সুবিধা বুঝে টোটো চালককে মাদক খাইয়ে বেহুঁশ করে ফেলে রেখে টোটো নিয়ে পালাতেন। এই ভাবেই চলত তাঁদের ছিনতাই।
কৌসর খুনের মামলায় এর আগে মহম্মদ নূর আলম নামে এক যুবককে হাওড়ার দাসনগর থেকে গ্রেফতার করে পুলিশ। তিনিই জেরার মুখে মুন্নার নাম নেন। এরপরই শুক্রবার রাতে জীবনতলা থেকে মুন্না মোল্লাকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। মুন্না মোল্লাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও দু’জনের নাম। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনই মুখ খুলতে চাইছে না। আরও পড়ুন: জোট থেকে বিধানসভায় ভরাডুবি, এবার রাজ্য সিপিএমের ‘সমালোচনা’ কেন্দ্রীয় কমিটির বৈঠকে