Kolkata Traffic Update: রাতেই বন্ধ হয়ে গেল রেড রোড, তুঙ্গে মেগা কার্নিভালের প্রস্তুতি

Kolkata Police: শুক্রবারের কার্নিভালের জন্য বৃহস্পতিবারই রাত ৯ টা থেকে রেড রোড ধরে যান চলাচল বন্ধ করে দেওয়া হল। কলকাতা পুলিশের তরফে ফেসবুক হ্যান্ডেল ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত এই আপডেট জানিয়ে দেওয়া হয়েছে।

Kolkata Traffic Update: রাতেই বন্ধ হয়ে গেল রেড রোড, তুঙ্গে মেগা কার্নিভালের প্রস্তুতি
কলকাতা পুলিশ (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 9:47 PM

কলকাতা: শুক্রবার কলকাতার বুকে দুর্গাপুজোর মেগা কার্নিভাল। একশোর বেশি দুর্গা প্রতিমা নিয়ে শহর ও শহরতলির বিভিন্ন বড় পুজো কমিটিগুলির সুন্দরভাবে সাজানো ট্য়াবলো। রেড রোডে এই রাজকীয় আয়োজনের জন্য ইতিমধ্যেই সেজে উঠছে রেড রোড। পুলিশের তরফেও যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুক্রবারের কার্নিভালের জন্য বৃহস্পতিবারই রাত ৯ টা থেকে রেড রোড ধরে যান চলাচল বন্ধ করে দেওয়া হল। কলকাতা পুলিশের তরফে ফেসবুক হ্যান্ডেল ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত এই আপডেট জানিয়ে দেওয়া হয়েছে।

বিগত বেশ কয়েক বছর ধরে রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল আয়োজিত হয়ে আসছে। বছর বছর এই কার্নিভালের জৌলুস আরও বেড়েছে। গতবছর কলকাতার দুর্গোৎসবকে ইউনেসকো ইনট্যানজিবেল হেরিটেজের স্বীকৃতি দেওয়ার পর কার্নিভাল আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হচ্ছে কলকাতা শহরে। বৃহস্পতিবার জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল চলছে। আর আগামিকাল কলকাতা ও শহরতলির দুর্গাপুজো কমিটিগুলি যোগ দেবে রেড রোডের পুজোর কার্নিভালে।

আগামিকাল এই রাজকীয় আয়োজনের জন্য রেড রোড ও সংলগ্ন এলাকাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের তরফে। আজ রাত ৯টা থেকেই রেড রোড সাধারণ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রেড রোড বরাবর রাস্তার দু’ধারে দর্শকদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। প্রায় ১৮ হাজার মানুষ কার্নিভাল দেখতে পারবেন রেড রোডের দু’ধারে। এছাড়া করা হচ্ছে দু’টি মঞ্চও। একটি মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। অপর একটি মঞ্চের ব্যবস্থা করা হচ্ছে আমন্ত্রিত অতিথিদের জন্য।