অধ্যক্ষের সঙ্গে বৈঠকের আগে ফের উত্তপ্ত আরজিকর চত্বর, পরিচয় পত্র দেখানো নিয়ে গোলমাল

RG Kar: পড়ুয়াদের বক্তব্য, গত দু’মাসে মেডিক্যাল কলেজে এমন কিছু ঘটনা ঘটেছে যার জেরে অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

অধ্যক্ষের সঙ্গে বৈঠকের আগে ফের উত্তপ্ত আরজিকর চত্বর, পরিচয় পত্র দেখানো নিয়ে গোলমাল
ছবি অরিৎ বসু
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 10:29 PM

কলকাতা: আরজিকর হাসপাতালে নতুন করে জটিলতা তৈরি হয় মঙ্গলবার। অচলাবস্থা কাটাতে এদিন দুপুর আড়াইটে নাগাদ বৈঠক হ‌ওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দিতে চায়নি কর্তৃপক্ষ। এরপরই ফের উত্তপ্ত হয়ে ওঠে সরকারি এই হাসপাতালচত্বর। চিকিৎসক পড়ুয়াদের বক্তব্য, সকলের পরিচয়পত্র নেই। কলেজের ছাত্রের প্রমাণ হিসাবে ভর্তির রসিদ বা অন্য কোনও নথি দেখা হোক। কিন্তু পরিচয় পত্র দেখানোর প্রশ্নে কর্তৃপক্ষ অনড় থাকায় ফের অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাত্ররা। যদিও পরে ছাত্রছাত্রীদের অডিটোরিয়ামে ঢুকতে দেওয়া হয় বলে খবর।

আরজিকরে ঝামেলার সূত্রপাত সোমবার। বিক্ষোভকারী হবু ডাক্তারদের একাংশ অভিযোগ তোলেন, সম্প্রতি কলেজে একটি ছাত্র ইউনিট গঠন করা হয়েছে। কিন্তু সেই ইউনিট গঠনের ক্ষেত্রে অধিকাংশ ছাত্রছাত্রীদের মতামত শোনা হয়নি। অধ্যক্ষ নিজের ‘ক্ষমতাবলে’ সেই ইউনিট গঠন করেছেন বলে অভিযোগ তোলেন তাঁরা।

পড়ুয়াদের আরও দাবি, গত দু’মাসে মেডিক্যাল কলেজে এমন কিছু ঘটনা ঘটেছে যার জেরে অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরকমই ১৫ দফা দাবি-দাওয়া নিয়ে অধ্যক্ষকে তাঁদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানান পড়ুয়ারা। কিন্তু সোমবার অধ্যক্ষ আলোচনায় বসতে না চাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বরে। অধ্যক্ষ পুলিশের গাড়িতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়ির সামনে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে সেই অবস্থান বিক্ষোভ চলে।

এরপরই অধ্যক্ষ সন্দীপ ঘোষ জানান, মঙ্গলবার তিনি কোভিড বিধি মেনে অডিটোরিয়ামে বৈঠকে বসবেন। কিন্তু এদিন দুপুরে বৈঠক করতে এসে নতুন সমস্যার অভিযোগ তোলেন পড়ুয়ারা। পরিচয়পত্র দেখানো গিয়ে সমস্যা তৈরি হয়। আরও পড়ুন: ‘তৃণমূল অসভ্য একটা দল’! রবীন্দ্রনাথকে মালা পরাতে না পেরে রেগে একশা বিজেপির সায়ন্তন