RG Kar: ‘সিপি পদত্যাগ করুন’, আন্দোলনে অনড় আরজি করের ডাক্তার পড়ুয়ারা
RG kar: আন্দোলনরত চিকিৎসক দেবাশিস হালদার এদিন বলেন, "৯ অগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা হোক। এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনও অজানা। তাই দোষীরা হয়ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফলে আমরা কেউই নিরাপদ নই। স্বাস্থ্যভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল, তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্যভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে।"
কলকাতা: আন্দোলনে অনড় আরজি করের জুনিয়র চিকিৎসকরা। তথ্যপ্রমাণ লোপাটে জড়িতদের চিহ্নিত করা-সহ অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি তুললেন আন্দোলনকারীরা। রবিবার সাংবাদিক বৈঠক করেন আরজি করের চিকিৎসকরা। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তোলেন তাঁরা। তাঁদের বক্তব্য, প্রয়োজনে সিপিকেও তদন্তের আওতায় আনতে হবে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
আন্দোলনরত এক চিকিৎসক বলেন, “৯ অগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা হোক। এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনও অজানা। তাই দোষীরা হয়ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফলে আমরা কেউই নিরাপদ নই। স্বাস্থ্যভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল, তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্যভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে।”
এদিন সাংবাদিক সম্মেলন করে আন্দোলনকারী চিকিৎসকরা বলেন-
- ‘৯ অগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা। এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনও অজানা। তাই দোষীরা হয়ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা কেউই নিরাপদ নই। অতি দ্রুত দোষীদের শনাক্ত করতে হবে।’
- ‘তথ্যপ্রমাণ লোপাটের ঘটনায় জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মধ্যে আনতে হবে।’
- ‘স্বাস্থ্যভবনের প্রত্যক্ষ মদতে দুষ্টচক্র এতে সক্রিয় ছিল। কাউকে আড়াল করা চলবে না। অবিলম্বে স্বাস্থ্যভবনকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে।’
- ‘সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে সিপিকে পদত্যাগ করতে হবে। প্রয়োজনে তাঁকেও তদন্তের আওতায় আনতে হবে।’
- ‘প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে। স্বচ্ছ সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে।’