রোজভ্যালি মামলায় তদন্তকারী অফিসারের বদলি, কারণ কী?
তদন্ত শেষ না হওয়ার আগেই দিল্লি ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসারকে।
কলকাতা: প্রথমে অক্ষয় সিনহা এবং পরে সুদীপ মৈত্র, সপ্তাহের ফারাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) দুই অফিসারের বদলি। একজন গেলেন মুম্বইয়ে এবং অন্যজনকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। কলকাতায় রোজভ্যালি কাণ্ডের তদন্তের দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন সুদীপ মৈত্র। রোজভ্যালির (Rose Valley Case) মতো বিরাট আর্থিক কেলেঙ্কারির মামলার তদন্তে কাস্টমস-এ থাকা এই সুদীপ মৈত্রকেই দায়িত্ব দিয়েছিল দিল্লি।
তবে একুশে বিধানসভার প্রাককালে এবং তাৎপর্যপূর্ণভাবে তদন্ত শেষ না হওয়ার আগেই আবার তাঁকে দিল্লি ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি ফিরছেন কাস্টমসেই। তাঁর পরিবর্তে দিল্লির এক আইপিএস-কে এই মামলার তদন্তভার দেওয়া হবে।
কেন এই বদলি? ওয়াকিবহাল মহল মনে করছে মূলত ২টি কারণেই এই পরিবর্তন হয়েছে।
আরও পড়ুন: সম্পত্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মুকুলের কাছে সব হিসাব চাইল ইডি!
এক – তদন্তে গতি আনা এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ইডি-র ‘দল গঠন’। সংশ্লিষ্টমহলের অনেকের অভিযোগ, নারদা ও সারদা সহ রোজভ্যালি মামলায় অভিযুক্ত শাসক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছিল তদন্তকারী অফিসারদের। দিল্লি চাইছে, ‘সুবিধাভোগী’ অফিসারদের থেকে সরিয়ে ভোটের আগে তদন্তে গতি আনতে।
আরও পড়ুন: নারদা কাণ্ডে ফিরহাদ, মদন, প্রসূণকে নোটিস ইডির
দুই – ইডি সূত্রের খবর, অফিসারদের রুটিন বদলির নিয়ম অনুযায়ীই এই রদবদল হচ্ছে।
ইডি এই রাজ্যে একাধিক আর্থিক কেলেঙ্কারির মামলার তদন্ত করছে। এদের মধ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মামলাগুলোর মধ্যে অন্যতম দুটি হল সারদা কেলেঙ্কারি (Saradha Scam) ও রোজভ্যালি কাণ্ড। এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজ্যের শাসক দলের একাধিক নেতা। এমনও অনেক অভিযুক্ত নেতা রয়েছেন, যাঁরা জার্সি বদল করে এখন বিজেপি-তে। সব মিলিয়ে প্রাক ভোট মরশুমে সারদা, নারদা ও রোজভ্যালি কাণ্ডে অফিসরা বদলের যে আলাদা করে রাজনৈতিক তাৎপর্য রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।