Saayoni Ghosh: ফ্ল্যাট কেনার টাকা কোথায় পেতেন? উঠেছে কুন্তল ঘোষের সঙ্গে সম্পর্কের বিষয়েও, ইডি-র প্রশ্নের উত্তরই দিতে পারলেন না সায়নী

Saayoni Ghosh: সায়নীর ফ্ল্যাট নিয়েও প্রশ্ন করা হয় বলে জানা গিয়েছে। ফ্ল্যাট কেনার এত টাকা তিনি কোথা থেকে পেতেন, সে প্রশ্নের উত্তরে সায়নী নিরুত্তরই থেকেছেন বলে সূত্রের খবর।

Saayoni Ghosh: ফ্ল্যাট কেনার টাকা কোথায় পেতেন? উঠেছে কুন্তল ঘোষের সঙ্গে সম্পর্কের বিষয়েও, ইডি-র প্রশ্নের উত্তরই দিতে পারলেন না সায়নী
সায়নী ঘোষImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 10:32 AM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল সাড়ে দশ ঘণ্টা জেরা করা হয় তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে। সূত্রের খবর, কুন্তল ঘোষকে তিনি কীভাবে চিনতেন, সেই প্রশ্নের জবাবে সায়নী তদন্তকারীদের জানান, রাজনীতিতে যোগ দেওয়ার পরে তাঁর সঙ্গে কুন্তলের আলাপ হয়। তাঁর ফ্ল্যাট কেনার টাকার উত্স‍ নিয়ে তিনি তদন্তকারীদের কোনও উত্তর দেননি। ত্রিপুরায় ভোটের প্রচারের খরচ নিয়ে কোনও প্রশ্নের জবাবও দেননি সায়নী। এছাড়াও একাধিক প্রশ্নের তিনি কোনও উত্তর দেননি। বেশ কিছু প্রশ্নের জবাব এড়ানোর চেষ্টা করেছেন।

সায়নীর ফ্ল্যাট নিয়েও প্রশ্ন করা হয় বলে জানা গিয়েছে। ফ্ল্যাট কেনার এত টাকা তিনি কোথা থেকে পেতেন, সে প্রশ্নের উত্তরে সায়নী নিরুত্তরই থেকেছেন বলে সূত্রের খবর। ত্রিপুরায় নির্বাচনের প্রচারের খরচের ব্যাপারে জানলে চাইলেও জবাব এড়ানোর চেষ্টা করেছেন সায়নী। জানা যাচ্ছে, সায়নীকে জিজ্ঞাসা করে একাধিক প্রশ্নের উত্তর পাননি তদন্তকারীরা। বেশ কিছু প্রশ্নে জবাব এড়ানোর চেষ্টা করেছেন।

৪৮ ঘণ্টার নোটিসে সায়নী ঘোষকে তলব করে ইডি। তলবের পর ৪৮ ঘণ্টা কার্যত ‘উবে’ দিয়েছিলেন নেত্রী। সূত্রের খবর, দলের নেতারাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। আদৌ তিনি ইডি-র ডাকে সাড়া দেবেন কিনা, তা নিয়ে তৈরি হয় তুমুল জল্পনা। তবে শুক্রবার নির্দিষ্ট সময়ের ২০ মিনিট আগেই ইডি দফতরে পৌঁছে যান সায়নী। সকাল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত-চলতে থাকে জেরা। ১১ ঘণ্টার ধাক্কা সামলে সায়নী যখন ইডি দফতর থেকে বেরোলেন, তখন প্রায় রাত সওয়া এগারোটা। হাসি মুখেই থাকতে দেখা গিয়েছে সায়নীকে। আবারও ডাকলে তিনি যাবেন বলে জানিয়েছেন।