Saayoni Ghosh: প্রথম পর্বে কি অসন্তুষ্ট? চার দিনের মাথায় ফের তলব করা হয়েছে সায়নীকে
Saayoni Ghosh: সূত্রের খবর, অনেক প্রশ্নের সে অর্থে উত্তরই দেননি যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। সায়নীর উত্তরে ইডি আধিকারিকরা তেমনভাবে সন্তুষ্ট নন বলেও সূত্র মারফত জানা গিয়েছে।
কলকাতা: প্রথম পর্বের জেরা মিটেছে। ১১ ঘণ্টা ধরে দফায় দফায় চলেছে জেরা। সূত্রের খবর, অনেক প্রশ্নের সে অর্থে উত্তরই দেননি যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। সায়নীর উত্তরে ইডি আধিকারিকরা তেমনভাবে সন্তুষ্ট নন বলেও সূত্র মারফত জানা গিয়েছে। আগামী ৫ জুলাই আবার সায়নী ঘোষকে তলব করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টার আগে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন সায়নী ঘোষ। সাংবাদিকরাও তখন দফতরের বাইরে প্রতীক্ষারত। সায়নী বেরোতেই ক্যামেরার ফ্ল্যাশ, ছেঁকে ধরল সংবাদমাধ্যমের বুম। সকালে ইডি দফতরে ঢোকার সময়ে সায়নীকে দৃশ্যত প্রত্যয়ী লেগেছিল। সে প্রত্যয় দেখা গিয়েছে বেরনোর সময়েই। তবে দীর্ঘক্ষণ জেরার ধাক্কা সামলানোর ক্লান্তিও ছিল চোখেমুখে। সায়নী বলেছেন, তদন্তে একশো শতাংশ সাহায্য করবেন। আগামী দিনে তদন্তকারীরা তলব করলে আবারও আসবেন। সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্তকারীরা আগামী তলব নোটিস তৈরি করে ফেলেছেন। ৫ জুলাই ফের তলব করা হয়েছে সায়নীকে।
শুক্রবার সকাল ১১টা ২১ মিনিটে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন সায়নী। সূত্রের খবর, শুক্রবারের জেরায় সায়নীর ফ্ল্যাট নিয়ে প্রশ্ন করেছেন তদন্তকারীরা। কুন্তল ঘোষের সঙ্গে তাঁর কীভাবে পরিচয়, প্রশ্ন করা হয় তা নিয়েও। ত্রিপুরার নির্বাচনের প্রচারের টাকার উৎস নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। সূত্র মারফত জানা গিয়েছে, সায়নী বেশিরভাগে প্রশ্নেরই উত্তর দেননি।
যদিও ইডি দফতর থেকে বেরিয়ে সায়নী বলেছেন, “আজ প্রাথমিক কিছু নথি নিয়ে ডেকেছিলেন। এর মধ্যে আবার তলব করবেন। বলেছেন কিছু নথি আনতে বলেছিলেন। তদন্তে আমি ১০০ শতাংশ সহযোগিতা করেছি। আশা করছি, তাঁরা সন্তুষ্ট। তবে আবার ডাকলে, নিশ্চয়ই আবারও আসব।”
অভিনেত্রী-নেত্রীর সম্পত্তির পরিমাণ, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা। এখনও বেশ অনেক প্রশ্নেরই উত্তর অধরা রয়েছে। সেক্ষেত্রে আগামী ৫ জুলাই আবারও তলব করা হয়েছে সায়নী ঘোষকে।