Ballygunge: ‘একজন বোরখা পরা মহিলা এসে ফলস ভোট দিচ্ছে’, বালিগঞ্জে গিয়ে গুরুতর অভিযোগ সায়রার

Saira Shah Halim: ঘটনাটি ঘটেছে পার্ক ডে স্কুলে। সায়রার দাবি, তিনি বুথে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন। এমনকী তাঁর বুথ এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায় গাড়ি ভাঙচুর করা হয়। বুথে বাধা দিয়ে ভোট দানে বাধা দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

Ballygunge: 'একজন বোরখা পরা মহিলা এসে ফলস ভোট দিচ্ছে', বালিগঞ্জে গিয়ে গুরুতর অভিযোগ সায়রার
সায়রা হালিমImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 9:59 AM

কলকাতা: একদিকে ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান ছুটছেন ভুয়ো ভোটার ধরার উদ্দেশ্যে। অন্যপাশে বাধার মুখে পড়তে হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এ দিকে আবার ময়দানে রয়েছেন বাম প্রার্থী সায়রা হালিমও। বালিগঞ্জ পার্ক ডে স্কুলে ভুয়ো ভোটিংয়ের অভিযোগ। এখনও অবধি প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।

ঘটনাটি ঘটেছে পার্ক ডে স্কুলে। সায়রার দাবি, তিনি বুথে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন। এমনকী তাঁর বুথ এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায় গাড়ি ভাঙচুর করা হয়। বুথে বাধা দিয়ে ভোট দানে বাধা দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিছুক্ষণ পর একদল লোক এসে দাবি করেন ভোটার এসে গিয়েছেন। প্রার্থী মিথ্যে অভিযোগ করছেন।

এ প্রসঙ্গে সায়রা বলেন, “বোরখা পরা একজন মহিলা ফলস ভোট দিচ্ছেন। আমি যেতেই তর্কাতর্কি। আমার এজেন্টের গাড়ি ভাঙচুর করেছে। তারপর যেই বললাম উনি কে পালিয়ে গেলেন সঙ্গে সঙ্গে।”