ভিডিয়ো: বাবার লড়াইয়ে সামিল, আট বছর বয়সেই আমরণ অনশন মঞ্চ থেকে মুখ্য়মন্ত্রীর উদ্দেশে তীক্ষ্ণ বার্তা খুদের…
Salt Lake TET Agitation: 'তুমি কেন এই আন্দোলনে? তোমার তো বয়স নয়...'
মেয়েটা বলল, “আমার বাবা চাকরি পায়নি। মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করেছিল প্রাইমারি টেট পাশ ২০ হাজার প্রার্থীদের চাকরি দেওয়া হবে। কিন্তু এখনও ১২ হাজার টেট পাশ ট্রেনিদের চাকরি দিয়েছে। এখনও ৮ হাজার নট ইনক্লুডেড রয়েছে। দিদি তার নিজের কথা মতো তাদের চাকরি দিক। দিদি তার প্রতিশ্রুতি রাখুক। তাই আমি আন্দোলন করছি। আমার বাবা-কাকু-আঙ্কেল-আন্টিদের চাকরি দিয়ে দেয়।”
‘টেট’, ‘নট ইনক্লুডেড’ এই শব্দগুলো এই বয়সে যতটা সাবলীলভাবে উচ্চারণ করেছে সে, তা বাহবা দেওয়ার মতো। এই শব্দগুলোর আক্ষরিক অর্থ হয়তো বোঝার বয়স হয়নি তার। কিন্তু বাবার লড়াই যে কীসের জন্য বা এই শব্দগুলোর অর্থ যে কতটা গহিন, তা আঁচ করতে পেরেছে সে। কথাগুলো যখন বলছিল, তখন কেবল আমাদের প্রতিনিধিই নন, বাকি আন্দোলনকারীরাও তার দিকে তাকিয়ে। কতটা সাহসিকতার সঙ্গে বাবার লড়াইয়ের কারণ ব্যাখ্যা করল বাচ্চা মেয়েটা!
তবে কি তাকে কেউ জোর করে এখানে এনেছে? সে প্রশ্নেরও উত্তর দিয়েছে খুদে। জানিয়েছে, নিজে থেকেই বাবার আন্দোলনে সামিল হয়েছে সে।
একবার শুনেই নিন কী বলল খুদে…