কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত
করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ (Sankha Ghosh)। কোভিড পরীক্ষা করা হলে বুধবার বিকেলে তাঁর রিপোর্ট পজেটিভ (Covid Positive) আসে।
কলকাতা: করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ। গত দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। কোভিড পরীক্ষা করা হলে বুধবার বিকেলে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। জানা গিয়েছে, এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর।
গত বছর ফেব্রুয়ারিতে বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শঙ্খ বাবু। তারপর সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও নিয়মিত চিকিৎসা চলছিল। সুস্থ হয়েছিলেন তিনি। এ বছর ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি চত্বরে লিটল ম্যাগাজিন মেলায় তাঁকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, গত দুদিন ধরে সামান্য জ্বর ও পেটের সমস্যা চলছিল তাঁর। কবি শঙ্খ ঘোষের করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন অনেকেই।