Vice Chancellor: অঙ্ক কষে নাম? রাজ্য-রাজ্যপাল-কেন্দ্রের সুপারিশ নিয়ে নয়া বিতর্ক
Vice Chancellor: সুপ্রিম একটি সার্চ কমিটি তৈরি করে দেবে। সেই কমিটি উপাচার্য নিয়োগ করবে। কমিটিতে কারা থাকবেন, সেই নামের প্রস্তাব দিতে বলা হয়েছিল রাজভবন, রাজ্য শিক্ষা দফতর ও ইউজিসি-কে। ইতিমধ্যেই জমা পড়েছে সেই তালিকা।
কলকাতা: রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব মিটছে না দেখে উপাচার্য নিয়োগ নিয়ে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে অন্তত পড়াশোনা ঠিকভাবে চলে, তার জন্যই সার্চ কমিটি তৈরি করে দিতে চলেছে শীর্ষ আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, সেই কমিটির জন্য নাম প্রস্তাব করেছে রাজ্য সরকার, ইউজিসি ও আচার্য তথা রাজ্যপাল। দেখা যাচ্ছে, সেই তালিকায় রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে রাখেননি রাজ্যপাল। আবার রাজ্য সরকারের দেওয়া তালিকায় দেখা গিয়েছে, এমন শিক্ষাবিদকে রাখা হয়েছে যিনি আচার্যের বিরোধিতায় মুখ হয়ে উঠেছিলেন।
সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেই সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা। আচার্য সি ভি আনন্দ বোসের দেওয়া তালিকায় থাকা ৫ জনই কোনও না কোনও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক। রয়েছে আইআইটি, ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স-এর অধ্যাপকের নাম। প্রস্তাবিত নামগুলি হল আইআইটি খড়গপুরের ডিরেক্টর বীরেন্দ্র কুমার তিওয়ারি, ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স-এর অধ্যাপক উদয় মৈত্র, সুরজমল ব্রিজ ইউনিভার্সিটির উপাচার্য রমেশ চন্দ্র, দিল্লি আইআইটি-র অধ্যাপক এস ই হাসনাইন ও আইআইটি খড়গপুরের অধ্যাপক ইন্দ্রনীল মান্না।
অন্যদিকে রাজ্যের প্রস্তাবিত নামের তালিকায় থাকা তিনজনই রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। রয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সব্যসাচী বসু চৌধুরী, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় ও সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়।
বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে অনেক সময়ে। প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে শিক্ষাবিদদেরও। আর সেই প্রতিবাদেরই অন্যতম মুখ দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়। তাই প্রশ্ন উঠেছে, কৌশলগত অবস্থান থেকেই কি দেবনারায়ণ বাবুকে সার্চ কমিটিতে রাখল রাজ্য সরকার? উল্লেখ্য, ইউজিসি-র প্রস্তাবিত নামেও নেই রাজ্য বিশ্ববিদ্যালয়ের কোনও অধ্যাপক। ভিনরাজ্যের প্রতিষ্ঠানের অধ্যাপকরা জায়গা পেয়েছেন ইউজিসি-র তালিকায়।