Calcutta High Court On Bhangar: ভাঙড়ে ১৪৪ ধারা প্রত্যাহার করা হল, আদালতে জানাল রাজ্য
Calcutta High Court On Bhangar: ভাঙড়ে ১৪৪ ধারা জারি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলারই শুনানি ছিল।
কলকাতা: সোমবার থেকে ভাঙড়ে ১৪৪ ধারা প্রত্যাহার করা হল। কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য। ফলে বিধায়ক নওশাদ সিদ্দিকির মামলার আর যৌক্তিকতা নেই, দাবি রাজ্যের। প্রসঙ্গত, ১৪৪ ধারার কারণ দেখিয়ে ১২ জুলাই নওশাদ সিদ্দিকিকে আটকায় পুলিশ। ১৭ জুলাই তাঁকে পুলিশ ভাঙড়ে ঢুকতে বাধা দেয়। এরপর প্রেক্ষিতে ভাঙড়ে ১৪৪ ধারা জারি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলারই শুনানি ছিল। আদালতও মনে করে, এখন আর বিধায়কের ভাঙড় ঢুকতে বাধা নেই। ফলে তাঁর মামলা নিষ্পত্তি হয়।
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্ব থেকে শুরু হয়েছিল অশান্তি। রোজকার বোমাবাজি-গুলিতে তপ্ত থাকে ভাঙড়। মনোনয়নপর্বেও গুলি চালনায় মৃত্যুর ঘটনা ঘটে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, ১৪৪ ধারা জারি করে বাধ্য হয় পুলিশ। এরপর ভাঙড়ে ঢুকতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা, তৃণমূল নেতা আরাবুল ইসলাম, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিরা। কিন্তু তাঁদের কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। এমনকি ১৪৪ ধারা জারি থাকার মধ্যেও ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
গত ১২ জুলাই ও ১৭ জুলাই ভাঙড়ে ঢুকতে চেয়েছিলেন নওশাদ। কিন্তু তাঁকে ঢুকতে দেয়নি পুলিশ। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নওশাদ। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মামলার শুনানি হয়। শুনানির সময়ে রাজ্য়ের তরফে আদালতে জানানো হয়, ভাঙড়ে ১৪৪ ধারা তুলে নেওয়া হচ্ছে আজ থেকেই। তখনই বিচারপতি জানিয়ে দেন, তাহলে আর বিধায়কের ভাঙড়ে ঢুকতে কোনও বাধা রইল না।